WATCH | ROHIRAT | IPL 2024: দুই ‘মাস্টার’এলেন ক্লাস নিতে! রাজকীয় এন্ট্রি দেদারে ভাইরাল, দেখুন শুধু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। ভারতীয় দলের দুই মহানক্ষত্র ও নিজেদের ফ্র্যাঞ্চাইজির দুই আইকন তাঁরা। একজন ‘চেজমাস্টার’, অন্য়জন ‘পুলমাস্টার’। আইপিএল খেলতে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে (Royal Challengers Bangalore) যোগ দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্য়দিকে রোহিত শর্মা (Rohit Sharma) চলে এলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। দুই ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় বিরাট-রোহিতের রাজকীয় এন্ট্রি নিয়ে রিলস বানিয়ে পোস্ট করেছে।

আরও পড়ুন: Hardik Pandya | Rohit Sharma | IPL 2024: ‘প্রয়োজন হলে রোহিত…’! চর্চায় অধিনায়কত্ব বদল, নীরবতা ভাঙলেন হার্দিক

বিরাট এবং রোহিতের ক্রিকেটীয় যাত্রাটা একটু আলাদাই ছিল সম্প্রতি। বিরাট গত জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলার পর আর দেশের জার্সিতে মাঠে নামেননি। দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন বিরাট। অনুষ্কার পাশে থাকতেই ব্রেক নিয়েছিলেন তিনি। ফলে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলেননি বিরাট। এবার তিনি কোমর বেঁধে আইপিএলের জন্য় প্রস্তুতি সারবেন। কারণ সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। যদিও বিরাটকে বাদ দিয়েই ভারত বিশ্বকাপের দল সাজাবে বলেই মত ক্রিকেটমহলের একাংশের।

বিরাট আরসিবি-তে যোগ দিয়ে বলেন, ‘ফিরতে পেরে সত্য়িই ভালো লাগছে। প্রথমত আবার ক্রিকেট খেলব এবং আইপিএল শুরু করব। ব্য়াঙ্গালোরে ফেরা সবসময় রোমাঞ্চকর। এক আবেগ, এক অনুভূতি। মিডিয়ার ব়্য়াডার থেকে কখনও দূরে যাইনি। দুই মাস স্বাভাবিক জীবন কাটিয়েছি। তাই, হ্যাঁ, আমি ফিরে আসতে পেরে বেশ খুশি এবং উত্তেজিত। আশা করি সমস্ত ভক্তরাও উত্তেজিত এবং খুশি হবেন।’ 

চব্বিশের আইপিএল শুরু ২২ মার্চ। প্রথম ম্য়াচে মাঠে নামছে গতবারের ও সর্বোচ্চ পাঁচবারের চ্য়াম্পিয়ন চেন্নাই সুপার কিংস)। তাদের প্রতিপক্ষ ফাফ দু প্লেসিসের আরসিবি। যার মানে এমএস ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথে আইপিএলের পর্দা উঠছে। খেলা হবে ধোনিদের ঘরের মাঠ চেন্নাইয়ের চিপকে অবস্থিত এমএ চিদম্বরম স্টেডিয়ামে। 

অন্য়দিকে হিটম্য়ান রোহিতের নেতৃত্বেই ভারত ৪-১ ব্য়বধানে ইংল্য়ান্ডকে টেস্ট সিরিজে হারিয়েছে। নীল সাম্রাজ্য়ে রোহিত যুগের অবসান হয়েছে! মুম্বইয়ের মসনদে এখন থেকে হার্দিক পাণ্ডিয়া। চব্বিশের আইপিএলে হার্দিকের নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ। আগামী ২৪ মার্চ মুম্বইয়ের আইপিএল অভিযান শুরু হচ্ছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

আরও পড়ুন: R Ashwin | CSK vs RCB | IPL 2024: সন্তানের মুখ চেয়ে ধোনিদের কাছে হাত পাতলেন অসহায় অশ্বিন!
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)