Cricket Australia announces venues for 5-match Test series against India get to know

সিডনি: বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) মুখোমুখি হবে ২ দল। তার আগে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। পার্থের ওপটাস স্টেডিয়ামে প্রথম ম্য়াচে মুখোমুখি হবে রোহিত-কামিন্সের দল। খুব সম্ভবত আগামী নভেম্বরে প্রথম টেস্টটি খেলা হবে। শেষবার বর্ডার -গাওস্কর ট্রফিতে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগের বারও বিরাট কােহলির নেতৃত্বে সিরিজ জিতেছিল ভারত। এবার কি রোহিত শর্মা পারবেন হ্যাটট্রিক করতে?

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে জুটি বেঁধে ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ স্টেডিয়ামকে নতুনভাবে ঢেলে সাজিয়েছে। নতুন স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্য়াচ উপভোগ করতে পারবে। ব্রিসবেন টেস্ট দিয়েই সিরিজ সাধারণত শুরু হয় অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু এবার পার্থের দর্শকদের টেস্ট ক্রিকেটে ফেরাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের ম্য়াচে ২৮ হাজারের মত দর্শক হয়েছিল এই স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্য়াচ খেলা হয়েছিল সেখানে দর্শক সংখ্যা ছিল ১৭ হাজারের কিছু বেশি। ভারত ছাড়াও ইংল্যান্ড দল সফর করবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে আগামী ২ বছরে। তাতে পার্থের দর্শক সংখ্য়া আরও বাড়বে বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগের বার ভারত যখন টেস্ট সিরিজ খেলতে এসেছিল তখন অ্যাডিলেডে প্রথম ম্য়াচ খেলেছিল। ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। লজ্জার হার হারতে হয়েছিল ম্য়াচে। তবে সেখান থেকেই সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল তারা। এবার সেই অ্যাডিলেডেই দ্বিতীয় ম্য়াচ খেলবে রোহিতের দল। গোলাপি বলের টেস্ট খেলা হতে পারে। গতবারও পিঙ্ক বল টেস্ট এখানেই হয়েছিল। 

তৃতীয় টেস্টটি খেলা হবে ব্রিসবেনের গাব্বায়। ঋষভ পন্থের সেই উইনিং শট। প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার বিবেক রাজদানের সেই বিখ্যাত ঊক্তি ”টুঁটা হে গাব্বা কা ঘামান্ড।” এখনও সবার কানে ভাসছে। সেই ব্রিসবেনেই তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। এর পরের দুটো টেস্ট হবে যথাক্রমে মেবোর্ন ও সিডনিতে। প্রথামতই ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। পরের বছর সিডনি টেস্ট। তবে এখনও পর্যন্ত ভেন্যু ঘোষণা হলেও পূর্ণাঙ্গ দিনক্ষণ ঘোষণা হয়নি। 

 

 

 

 

 

আরও দেখুন