Lok Sabha Vote Bihar Latest: বিহারে NDA-র আসন বণ্টন নিয়ে ক্ষোভ! ভোটের আগে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের

লোকসভা ভোটের রণদামাম বেজে গিয়েছে। এদিকে, বিহারে আসন বণ্টনের অঙ্কে বেশ কিছুটা সামলে পথ চলতে দেখা গিয়েছে বিজেপিকে। এরই মাঝে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে বিদ্রোহের আগুন। আসন না পাওয়া নিয়ে ক্ষোভের জেরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি আরএলজেপির পশুপতি পারস। পশুপতি পারস ক্যাম্পের সাফ দাবি, এনডিএ-র বিহারে আসন ভাগাভাগি নিয়ে তারা খুশি নয়।

লোকসভা ভোটে রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টিকে একটি আসন এনডিএ জোট থেকে না দেওয়ায় ক্ষোভের জেরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন পশুপতি পারস। উল্লেখ্য, কয়েক মাস আগেই বিহারে এনডিএ জোটে এন্ট্রি নিয়েছে নীতীশ কুমারের জেডিইউ। তারফলে লোকসভার আগে আসন বণ্টন নিয়ে কঠিন অঙ্কের চ্যালেঞ্জ হাজির হয় বিজেপির জন্য। পরে বিহারে আসন বণ্টনের পর দেখা গিয়েছে, এনডিএ-তে থাকা বিহারের রাষ্ট্রীয় লোকসজনশক্তি পার্টিকে লোকসভা ভোটে একটিও আসন ছাড়া হয়নি। পারসের দাবি, তাঁর সঙ্গে ‘অবিচার’ করা হয়েছে। একই সঙ্গে তিনি এনডিএর হাত ছাড়ারও হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ‘অবিচার হয়েছে আমাদের সঙ্গে আমাদের পার্টির সঙ্গে। ফলত আমি কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেক ইস্তফা দিচ্ছি।’ 

এদিকে, এর ২৪ ঘণ্টা আগেই বিহারে আসন বণ্টন রফা কেরে ফেলে এনডিএ। সেখানে বিজেপি চিরাগ পাসওয়ান গোষ্ঠীকে ৫ টি আসন ছাড়ে। ফলে চিরাগ পাসওয়ানরা পান হাজিপুর, খাগারিয়া, জামুই, সমস্তিপুর, বৈশালী আসনটি পান। এদিকে, ভাইপো চিরাগ পাসওয়ান এই ৫ আসনে লড়াইয়ের সুযোগ পেতেই ক্ষোভের আগুন ছড়ায় রামবিলাস পাসওয়ানের ভাই পশুপতি পারসের শিবিরে। উল্লেখ্য, কাকা পারস পশুপতির থেকে দূরত্ব বাড়িয়ে এলজেপি (রামবিলাস) পার্টিটি গঠন করেন রামবিলার পাসওয়ানের ছেলে চিরাগ। এরপর থেকেই কাকা-ভাইপোর বনিবনা তেমন নয় বলে খবর। এছাড়াও সূত্রের দাবি, পশুপতি পারস ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছেন, বিপক্ষের ইন্ডি জোটের সঙ্গে। সব কিছু ঠিকঠাক থাকলে যে হাজিপুর কেন্দ্র এনডিএ দিয়েছে চিরাগদের, সেই হাজিপুর থেকে চিরাগের কাকা পশুপতির দল লড়তে পারে। সেক্ষেত্রে সেখানে আরজেডি ও কংগ্রেসের সমর্থন পাবেন পশুপতিরা। জানা যাচ্ছে, হাজিপুর থেকে স্বয়ং পশুপতি পারস নিজেই দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে নজর কাড়তে পারে বিহারের হাজিপুর কেন্দ্রটি। এখনও পর্যন্ত বিহারে যা এনডিএর আসন বণ্টন হয়েছে, তাতে মোট ৪০ আসনের মধ্যে ১৭ তে বিজেপি ও ১৬ টিতে জেডিইউ প্রার্থী দেবে। ৫ আসনে রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগের পার্টি লড়বে। ১ টি আসন হিন্দুস্তানি আওয়াম মোর্চা আর অপরটিতে মোদী মন্ত্রিসভার সদস্য উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে।