Married Woman Weds Brother: ওইটা চাই! ভাইয়ের সঙ্গে মালাবদল করলেন বিবাহিতা ‘দিদি’, কারণ জানলে হেসে ফেলবেন

এমনটাও হয়। সরকারি প্রকল্পের উপহার ও নগদ টাকা হাতাতে নিজের ভাইয়ের সঙ্গেই বিয়ের ‘নাটক’ করে ফেললেন এক বিবাহিতা মহিলা। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনায় নগদ টাকা ও উপহার পেতে ভাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন এক বিবাহিত মহিলা। ডেকান হেরাল্ড জানিয়েছে, সম্প্রতি মহারাজগঞ্জের লক্ষ্মীপুর ব্লকে একটি প্রথাগত বিয়ের অনুষ্ঠানের অংশ হিসাবে এই ঘটনাটি ঘটেছিল, যেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৩৮ জন দম্পতি গাঁটছড়া বাঁধেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা বিবাহিত মহিলা এবং তার ভাইকে বিয়ের অনুষ্ঠানে একে অপরের সাথে বর-কনে হিসাবে অংশ নিতে রাজি করিয়েছেন। বিয়ের দিন ওই মহিলা তার ভাইকে মালা পরিয়ে দেন এবং সাতবার পবিত্র আগুনের চারপাশে ঘুরে বেড়ানোসহ অন্যান্য আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। এ উপলক্ষে কর্তৃপক্ষের পক্ষ থেকে উপহার সামগ্রীও গ্রহণ করেন এই দম্পতি।

লক্ষ্মীপুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) অমিত মিশ্র বলেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি আরও বলেছিলেন যে এই প্রকল্পের আওতায় দেওয়া নগদ সহায়তা দম্পতিকে দেওয়া হবে না।

ওই দম্পতিকে দেওয়া উপহার সামগ্রী ফেরত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উত্তরপ্রদেশে এই যোজনাটা আসলে ঠিক কী?

মুখ্যমন্ত্রী সমহিক বিবাহ যোজনার লক্ষ্য উত্তরপ্রদেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির উপকার করা। এই প্রকল্পে রাজ্য সরকারের একটি কর্মসূচির মাধ্যমে একেবারে প্রান্তিক পরিবারের মহিলাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর সামাজিক/ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি ও ঐতিহ্য অনুযায়ী বিয়ে হয় এবং আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এই প্রকল্পে উত্তরপ্রদেশ সরকার দম্পতি পিছু ৫১ হাজার টাকা খরচ করে। বিবাহিত জীবনে সুখ ও সংসার প্রতিষ্ঠার জন্য কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা ট্রান্সফার করা হয়। বাকি অর্থ বিয়ের অনুষ্ঠান আয়োজন এবং উপহার সরবরাহে ব্যবহৃত হয়।

প্রতারণামূলক কার্যকলাপের উদাহরণগুলির কারণে এই প্রকল্পটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের বালিয়া জেলায় একটি গণবিবাহের অনুষ্ঠানে বিয়ের আসরে বরের গলায় মালা পরিয়ে দেন কনেরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই অনুষ্ঠানে নিজের ভাইয়ের গলায় মালা পরিয়ে দেন এক মহিলা। আসলে তাঁর আসল লক্ষ্য ছিল যাতে সরকারি উপহারগুলি হস্তগত করা। সেকারণেই তিনি এই পরিকল্পনা নিয়েছিলেন।