Nowruz 2024: নওরুজ পালনে মাতল গুগল, ডুডলের সাহায্যে পার্সি নতুন বছরের শুভেচ্ছা ইউজারদের

পার্সি নতুন বছর শুরু হতে চলেছে, যা নওরুজ নামেও পরিচিত। আর সেই উপলক্ষ্যে সকল ব্যবহারকারীকে শুভেচ্ছা জানাল বর্তমান যুগের সিধু জ্যাঠা ওরফে গুগল। আর এই শুভেচ্ছা জানাতে সেখানে ব্যবহার করা হল দুর্দান্ত এক ডুডলের।

আরও পড়ুন: দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো-কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো?

এই বিষয়ে বলে রাখা ভালো স্প্রিং ইকুইনক্স বা বসন্ত বিষুবের দিন থেকে শুরু হয় পার্সি নতুন বছর। আর সেই দিন প্রায় আগত। ২০ মার্চ হল সেই দিন। এদিন দিন রাত সমান সমান হবে। তারপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে দিনের সময়। আর এই দিনই হল পার্সি ক্যালেন্ডারের নতুন শুরুর দিন। আর বিশেষ দিনের উদযাপন উপলক্ষ্যে গুগল শুভেচ্ছা জানাল সকলকে।

আরও পড়ুন: সুরা খানকে ভাই বিয়ে করুক চাননি অর্পিতা – আলভিরা? গুঞ্জন উড়িয়ে আরবাজ বললেন, ‘যিনি এটা বলেছেন তিনি…’

আরও পড়ুন: বিরাটের নতুন হেয়ারস্টাইলে মুগ্ধ নেটপাড়া, এরম হেয়ারস্টাইলে করার আগে জানুন আসল গল্প

গুগলের এই ডুডলে এদিন নানা রঙিন জিনিস দেখা গিয়েছে যা পার্সি সংস্কৃতির রূপ। এখানে ক্যালিগ্রাফিও আছে পার্সি ভাষায়। সঙ্গে ফ্লোরাল ডিজাইন এবং হ্যাফট সিন।

যাঁরা জানেন না তাঁদের অবগতির জন্য জানাই এই হ্যাফট সিন হল টেবিলে রাখা সাত রকমের পদ যাদের নাম শুরু হয় সিন শব্দটি দিয়ে। আর এই প্রতিটি খাবার কিছু না কিছুর নির্দেশক, যা আগামী বছর কেমন যাবে সেটার ইঙ্গিত দেয়। এই খাবারের মধ্যে থাকে গম যা পুনর্জন্ম এবং ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এছাড়া থাকে গমের পুডিং, বেরি, ভিনেগার, আপেল এবং রসুন। এর মধ্যে গমের পুডিং শক্তি এবং ক্ষমতার প্রতীক, ভালোবাসার প্রতীক অলিভ, সূর্যোদয়ের চিহ্ন বেরি। বয়স এবং ধৈর্য বোঝায় ভিনেগার, সৌন্দর্য বোঝায় আপেল। আর রসুন হল সুস্বাস্থ্যের চিহ্ন।

আরও পড়ুন: ফিরছে চুলবুল পাণ্ডে? দাবাং ৪ – এর নিশ্চিত বার্তা আরবাজের, পরিচালকের আসনে কে?

আরও পড়ুন: বন্ধুদের থেকে টাকা ধার করে বাসন্তী চট্টোপাধ্যায়ের চিকিৎসা করাচ্ছেন গাড়ির চালক! বিপদে বেপাত্তা ২ সন্তান

পার্সি বছর প্রায় ৩০০০ বছর পুরোনো। এটি শুরু হয় ইরান থেকে। বসন্ত বিষুব থেকে এই ক্যালেন্ডার শুরু হয় কারণ এই সময় নতুন গাছ, পাতা, ফল, ফুল এসব ফোটে। প্রাণের সঞ্চার হয় শীতের পর।