Rohit Sharma in full flow as he sweat it out at Mumbai Indians training ahead of IPL 2024

মুম্বই: আইপিএল (IPL 2024) শুরুর আর মাত্র দিন দুয়েক বাকি। ২২ মার্চ, শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের মহারণ। তার আগে, গতকাল, সোমবারই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ অনুশীলনেও নেমে পড়লেন ভারতীয় অধিনায়ক। 

মুম্বইয়ের অধিনায়কত্ব গিয়েছে। পল্টনদের কোচ মার্ক বাউচারের দাবি অনুযায়ী ব্যাটার রোহিতকে স্বাভাবিকভাবে নিজের খেলাটা খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই তাঁর ওপর থেকে অধিনায়কত্বের দায়িত্বটা সরানো হয়েছে। বিগত কয়েক মরশুম আইপিএলে রোহিত তেমন পারফর্ম করতে পারেননি। গত মরশুমে ১৬ ম্যাচে মাত্র ২০.৭৫ গড়ে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩৩২ রান। তার আগের মরশুমের গড় তো আরও খারাপ। ২০২২ সালে রোহিত ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছিলেন। তবে নতুন মরশুমের আগে ‘হিটম্যান’কে দারুণ ছন্দে দেখাল।

মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিওতে রোহিতকে জোরকদমে পল্টনদের হয়ে অনুশীলন সারতে দেখা যায়। কভার ড্রাইভ, স্টেপ আউট করে হাওয়ায় শট, ফ্লিক থেকে শুরু করে তাঁর চিরপরিচিত পুল, সব শটই খেলতে দেখা গেল রোহিতকে। তাঁকে দূর থেকে দেখে অন্তত বেশ ভাল ছন্দেই মনে হল। তিনি সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও একাধিক শতরান হাঁকিয়েছিলেন। তাই ব্যাটার রোহিতের ফর্ম নিয়ে এবার পল্টন সমর্থকরা কিন্তু বেশ উৎসাহিত।

 

তবে একদিকে যেখানে নেটে স্বমহিমায় দেখা গেল রোহিতকে, ঠিক সেইদিনই মুম্বই শিবিরের উদ্বেগ বাড়াল সূর্যকুমার যাদবের ফিটনেস রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি। খবর অনুযায়ী গোড়ালির চোটে ভোগা সূর্যকুমার যাদব আজ, ১৯ মার্চ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেন। তবে তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি এখনও।

একই রিপোর্টে দাবি করা হয় সূর্যের আবারও একবার ফিটনেস পরীক্ষা হবে। ২১ তারিখ সেই পরীক্ষা হওয়ার কথা। তিনি টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে ২৪ মার্চ মুম্বইয়ের প্রথম ম্যাচে যে সূর্য খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। তারকা ব্যাটার নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে হৃদয়ভাঙা এক ইমোজি পোস্ট করেন। এই ইমোজি ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় তাঁর হতাশার পরিচয়বাহক বলেই মনে করছেন সকলে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: পন্থেই আস্থা, সরকারিভাবে ঋষভকে দলের অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস 

আরও দেখুন