Sports Highlights: Know latest updates of teams players matches and other highlights on 19 th March 2024

কলকাতা: আইপিএল শুরুর আগেই ঋষভ পন্থকে সরকারিভাবে অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। বর্ডার-গাওস্কর ট্রফির ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। এক নজরে খেলার সব খবর।

অধিনায়ক পন্থ

প্রায় বছর দেড়েক গাড়ি দুর্ঘটনার পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে তিনি আইপিএল (IPL 2024) শুরুর আগে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। তিনিই যে এ বারের মরশুমে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ফের একবার নেতৃত্ব দিতে চলেছেন, তা আগেই জানানো হয়েছিল। তবে অপেক্ষা ছিল বোর্ডের ছাড়পত্রের। এবার সেই ছাড়পত্র পাওয়ার পর সরকারিভাবে পন্থকে দলের অধিনায়ক ঘোষণা করল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।  

প্রকাশ্যে আরসিবির জার্সি, বদলাল নাম

আর দিন দুয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। টুর্নামেন্ট শুরুর আগে আজই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) নতুন জার্সি প্রকাশিত। তবে শুধু জার্সি প্রকাশই নয়, আরসিবি আনবক্স ইভেন্টে দলের নতুন নাম, লোগো প্রকাশ্যে এল। সংবর্ধনা জানানো হল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ডব্লিউপিএলজয়ী আরসিবি মহিলা দলকেও।

বিরাটদের জার্সিতে এবার লাল কালোর মিশেলের বদলে দেখা যাবে লাল নীলের সংমিশ্রণ। ২০০৮ সাল অর্থাৎ আইপিএলের শুরুর মরশুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাম নিয়েই কোহলিদের ফ্র্যাঞ্চাইজি আইপিএল এবং ডব্লিউপিএলে প্রতিনিধিত্ব করেছে। তবে এবারের আইপিএল থেকে শহরের সরকারি নাম বেঙ্গালুরুর অনুকরণে ফ্র্যাঞ্চাইজির নাম বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) করা হল। নাম পরিবর্তনের পূর্বাভাস আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় না না পোস্টের মাধ্যমে দেওয়া হচ্ছিল। এবার সরকারিভাবে সেই নামবদল করাও হল।

বর্ডার-গাওস্কর ট্রফির ভেন্যু ঘোষণা

বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) মুখোমুখি হবে ২ দল। তার আগে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। পার্থের ওপটাস স্টেডিয়ামে প্রথম ম্য়াচে মুখোমুখি হবে রোহিত-কামিন্সের দল। খুব সম্ভবত আগামী নভেম্বরে প্রথম টেস্টটি খেলা হবে। শেষবার বর্ডার -গাওস্কর ট্রফিতে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগের বারও বিরাট কােহলির নেতৃত্বে সিরিজ জিতেছিল ভারত। এবার কি রোহিত শর্মা পারবেন হ্যাটট্রিক করতে?

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে জুটি বেঁধে ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ স্টেডিয়ামকে নতুনভাবে ঢেলে সাজিয়েছে। নতুন স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্য়াচ উপভোগ করতে পারবে। ব্রিসবেন টেস্ট দিয়েই সিরিজ সাধারণত শুরু হয় অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু এবার পার্থের দর্শকদের টেস্ট ক্রিকেটে ফেরাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের ম্য়াচে ২৮ হাজারের মত দর্শক হয়েছিল এই স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্য়াচ খেলা হয়েছিল সেখানে দর্শক সংখ্যা ছিল ১৭ হাজারের কিছু বেশি। ভারত ছাড়াও ইংল্যান্ড দল সফর করবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে আগামী ২ বছরে। তাতে পার্থের দর্শক সংখ্য়া আরও বাড়বে বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইপিএলে নতুন প্রযুক্তি!

আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। এই টুর্নামেন্ট শুরুর আগে নিয়মে খানিক বদল হতে চলেছে বলে খবর। দ্রুত সঠিক সিদ্ধান্তে আসার জন্য ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’-র (Smart Replay System) আগমন ঘটছে আসন্ন মরশুমের জন্য।

রিপোর্ট অনুযায়ী গোটা মাঠে আটটি দ্রুত গতির হক আই ক্যামেরা বসানো রয়েছে এবং সেগুলি নিয়ন্ত্রণের জন্য দুইজন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এই দুই ব্যক্তি টিভি আম্পায়ারের সঙ্গে একই ঘরে বসবেন এবং তিনি যাতে দ্রুত সিদ্ধান্তে উপনীত হতে পারেন, তার জন্য একাধিক ছবি দেখাবেন। এতদিন পর্যন্ত টিভি ব্রডকাস্ট ডিরেক্টর টিভি আম্পায়ার এবং হক আই নিয়ন্ত্রকদের মাঝে মধ্যস্থতার ভূমিকায় থাকতেন। কিন্তু এখন থেকে আর সেটার প্রয়োজন হবে না।

রিপোর্টে দাবি করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য আম্পায়ার আগের থেকে অনেক বেশি ছবি, ভিন্ন ভিন্ন দিক থেকে দেখতে পারবেন। উদাহরণস্বপ বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার সময় একজন ফিল্ডারের পা এবং ঠিক যেই সময় তিনি ক্যাচটা ধরছেন, সেই মুহূর্তের পাশাপাশি ছবি আগে দেখা যেত না। কিন্তু স্পিল্ট স্ক্রিনে সেই ছবি এবার থেকে দেখা যাবে বলেই দাবি করা হচ্ছে। ঠিক একইরকমভাবে ওভার থ্রোয়ের ক্ষেত্রেও ফিল্ডার বল ছোড়ার সময় ব্যাটাররা ক্রস করছিলেন কি না, সেই ছবিও আম্পায়ার দেখে সিদ্ধান্ত নিতে পারবেন।

স্থগিত সিরিজ়

গত প্রায় বেশ কয়েক বছর ধরেই তালিবানদের দখলে আফগানিস্তান ক্রিকেট (Afganistan Cricket)। এরপর থেকেই আফগানিস্তানে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। কেড়ে নেওয়া হয়েছে নারী স্বাধীনতাও। নানা ধরণের পোশাকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সে দেশের মেয়েদের খেলার দুনিয়ায় এগনোর পথে সবচেয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তালিবানরাই। যার প্রতিবাদে এবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা থেকে পিছিয়ে আসল ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, আগামী আগস্টে হওয়ার কথা এই টি-টোয়েন্টি সিরিজ। 

এই নিয়ে তৃতীয়বার আফগানদের বিরুদ্ধে সিরিজ খেলা থেকে পিছিয়ে এল অস্ট্রেলিয়া। ২০২১ সালে ২ দেশের মধ্যে টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও রাজি হয়নি অজিরা। গত বছর ওয়ান ডে সিরিজও খেলেনি কামিন্সের দল। ২ দল ২২ গজে মুখোমুখি হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে। সেই ম্য়াচে অতিমানবীয় ইনিংস খেলেছিলেন গ্লেন ম্য়াক্সওয়েল। নিজের কেরিয়ারের তো অবশ্যই, এমনকী অজি ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে প্রথম দ্বিশতরান এসেছিল ম্য়াক্সওয়েলের ব্যাটেই। উল্লেখ্য, আফগানিস্তানের মন্ত্রীসভার এক সদস্য এমনও জানিয়েছিলেন, “যে কোনও খেলা, যাতে শরীর দেখা যায় তা মহিলাদের জন্য নিষিদ্ধ।” এই ভাবনা চিন্তার বিরুদ্ধেই অজিদের প্রতিবাদ।

হার্দিকের ফিটনেস আপডেট

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। গুজরাত টাইটান্স (Gujrat Titans) শিবিরের সঙ্গে দু বছর যুক্ত থাকার পর ফের নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন বঢোদরার অলরাউন্ডার। গত বছর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বল হাতে দেখা গিয়েছিল হার্দিককে। কিন্তু সেই ম্য়াচেই চোট পান তিনি। এরপর থেকে আর ২২ গজে এখনও পর্যন্ত ফেরেননি হার্দিক। তবে আসন্ন আইপিএলে তাঁকে চেনা মেজাজেই বল হাতে দেখা যাবে, এমনটাই জানালেন তারকা ক্রিকেটার। 

নিজেই সাংবাদিক বৈঠকে বলেন, ”আমি অবশ্যই বল করব আইপিএলে। বিশ্বকাপের সময় যে চোট পেয়েছিলাম তা সারিয়ে তুলেছিলাম গত জানুয়ারিতেই। আমি যখন পুরোপুরি ফিট হলাম, তখন আফগানিস্তান সিরিজ শুরু হয়ে গিয়েছিল। আর এরপর ম্য়াচ ছিল না সেভাবে। তাই আমি মাঠেও নামতে পারিনি। তবে আইপিএলে আমি পুরো ফিট হয়েই মাঠে নামতে চলেছি।”

সূর্যকুমারের ফিটনেস নিয়ে উদ্বেগ

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সাফল্যের অন্যতম বড় কারণ হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে মরশুমের পর মরশুম দলকে ম্যাচ জিতিয়েছেন। তবে এ বার আইপিএলের (IPL 2024) মেগা টুর্নামেন্ট শুরুর আগে তাঁর ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। রিপোর্ট অনুযায়ী তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি।

রিপোর্ট অনুযায়ী, গোড়ালির চোটে ভোগা সূর্যকুমার যাদব আজ, ১৯ মার্চ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেন। তবে তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি এখনও। একই রিপোর্টে দাবি করা হয় সূর্যের আবারও একবার ফিটনেস পরীক্ষা হবে। ২১ তারিখ সেই পরীক্ষা হওয়ার কথা। তিনি টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে ২৪ মার্চ মুম্বইয়ের প্রথম ম্যাচে যে সূর্য খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। তারকা ব্যাটার নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে হৃদয়ভাঙা এক ইমোজি পোস্ট করেন। এই ইমোজি ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় তাঁর হতাশার পরিচয়বাহক বলেই মনে করছেন সকলে।

মুম্বইয়ে উড

আইপিএলের (IPL 2024) আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন জেসন বেহরেনডর্ফ (Jason Behrendorff)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে ছিলেন তিনি। এবার তাঁর বদলি খুঁজে নিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। বদলি হিসেবে ইংল্যান্ডের তরুণ পেসার লুক উডকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দেশের জার্সিতে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন উড। মোট ৮ উইকেট এখনও পর্যন্ত নিয়েছেন তিনি। এছাড়াও ২টো ওয়ান ডে ম্য়াচও খেলেছেন। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই মুম্বই শিবিরে যোগ দিলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অলরাউন্ডারদের ছড়াছড়ি, ফিটনেস উদ্বেগ সত্ত্বেও রাহুল, ডি ককই লখনউয়ের সাফল্যের চাবিকাঠি