WB Recruitment Scam: আর কত দিন লাগবে? সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট চেয়ে CFSLকে ফের চিঠি দিল ED

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার চাপের মুখে ফের একবার সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট চেয়ে CFSLকে চিঠি দিল ইডি। তদন্তের স্বার্থে দ্রুত রিপোর্ট হাতে পাওয়া প্রয়োজন বলে CFSLকে জানিয়েছেন ইডির আধিকারিকরা। গত ৪ জানুয়ারি গভীর রাতে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গিয়েছে তা জানতে ওই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুন: ‘‌আমরা সু্প্রিম কোর্টের তত্ত্বাবধানে ২০২৪ নির্বাচন চাই’‌, বিজেপিকে ঠুকে দাবি ডেরেকের

গত ৩ জানুয়ারি বন্ধ এজলাসে শুনানির পর ইডিকে সেদিনই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারপতি সিনহা। কয়েক ঘণ্টার মধ্যে SSKM হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে জোকা ESI হাসপাতালে নিয়ে যান ইডির আধিকারিকরা। গভীর রাতে CFSLএর বিশেষজ্ঞদের উপস্থিতিতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এর পর ভোর রাতে সুজয়কৃষ্ণকে SSKMএ ফেরত দিয়ে যায় ইডি। সেই ঘটনার পর ৩ মাস কাটতে চললেও সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এখনও হাতে পাননি তদন্তকারীরা। ওদিকে তদন্ত আটকে থাকায় বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে তাদের।

আরও পড়ুন: গার্ডেনরিচের জের, ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ, তালিকা করে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ

সূত্রের খবর, এই ধরণের কণ্ঠস্বরের নমুনা যাচাইয়ের জন্য CFSLএর বিশেষজ্ঞদের ১ – ৩ মাস সময় লাগে। আগামী ৩ এপ্রিল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ৩ মাস পূর্ণ হবে। তার আগে ফের দিল্লিতে CFSL দফতরে চিঠি দিয়ে রিপোর্ট চাইল ইডি।

কেন দরকারি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার রিপোর্ট?

নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করার পর তাঁর ঘনিষ্ঠ হাওড়ার বাসিন্দা এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। জেরা করেন ওই সিভিক ভলান্টিয়ারকে। বাজেয়াপ্ত করেন তাঁর ফোন। সেই ফোনে ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সুজয়কৃষ্ণের একটি কথোপকথনের রেকর্ডিং পাওয়া যায়। যাতে সুজয়কৃষ্ণ সিভিক ভলান্টিয়ারকে নির্দেশ দিচ্ছেন, তাঁর ফোনে থাকা নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি মুছে ফেলতে। সেই কণ্ঠস্বর সুজয়কৃষ্ণেরই কি না তা পরীক্ষা করছে CFSL. কণ্ঠস্বর সুজয়কৃষ্ণর বলে প্রমাণিত হলে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িয়ে যেতে পারেন নিয়োগ দুর্নীতির সঙ্গে।