কলকাতা থেকে বড় দফতর সরিয়ে নিতে চাইছে এসবিআই, কর্মীরা চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

একপ্রকার কলকাতার সঙ্গে বিমাতৃসূলভ আচরণ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (‌এসবিআই)‌। স্টেট ব্যাঙ্কের ‘গ্লোবাল ব্যাক অফিস’–এর কাজ হতো কলকাতার অফিস থেকে। এখানে বহু কর্মী কাজ করেন। এবার এই গুরুত্বপূর্ণ অফিস–সহ কিছু বিভাগকে কলকাতা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে এই অফিসকে নিয়ে যেতে চায় এসবিআই। আর তা মেনে নিতে পারছেন না বড় অংশের কর্মীরা। প্রথমে আলোচনায় পথ বেরিয়ে আসবে মনে করলেও সেসব করে কোনও লাভ হয়নি। ফলে জীবিকা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছেন বিপুল সংখ্যক কর্মীরা। তাই উপায় না দেখে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা বলে খবর।

এদিকে ২০১৫ সালে স্টেট ব্যাঙ্কের এই ব্যাক অফিস স্থাপন করা হয়েছিল কলকাতায়। তখন এই ব্যাঙ্কের চেয়ারপার্সন ছিলেন অরুন্ধতি ভট্টাচার্য। সিডনি, বাহরিন, হংকং, লন্ডন, নিউ ইয়র্কের গ্রাহকদের জন্য সারাদিন রাত খোলা থাকে এই এসবিআই–এর গ্লোবাল ব্যাক অফিস। কিন্তু এবার এই গ্লোবাল ব্যাক অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে তা প্রতিষ্ঠা পেতে চলেছে মুম্বইয়ে। আর তার জেরেই ব্যাঙ্কের এই পরিকল্পনার বিরোধিতা করেছে ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। কেন কলকাতা থেকে এই অফিস সরিয়ে নেওয়া হচ্ছে? তুলেছে প্রশ্ন।

আরও পড়ুন:‌ ‘‌তৃণমূলকে ভোট না দিলে কেউ অভিযোগ শুনতে আসবে না’‌, বড় হুঁশিয়ারি সুজাতার

অন্যদিকে এখন বিষয়টি নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। এসবিআই যুক্তি দেখাচ্ছে, ব্যাঙ্কের যাবতীয় কাজকর্মকে কেন্দ্রীভূত করতেই এমন চেষ্টা করা হচ্ছে। সেটা বাস্তবে রূপ দিতেই এই পদক্ষেপ করা হবে। ২০০৭ সালেও একবার এই বিভাগগুলিকে কলকাতা থেকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন কলকাতার এসবিআই কর্মীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তা ভেস্তে যায়। ২০০৫ সালে ব্যাঙ্কের বিদেশি মুদ্রার লেনদেনের কাজ কলকাতা থেকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যাঙ্কের এই সিদ্ধান্তে কলকাতার কর্মীদের বিরোধিতাও তুঙ্গে উঠেছিল। আবার এখন ২০২৪ সালে এসবিআই সরকারিভাবে স্থানান্তর হতে চাইছে। আর তৎক্ষণাৎ ব্যাঙ্ক বাঁচাও মঞ্চ প্রতিবাদ করা শুরু করেছে।

এছাড়া এই বিষয়টি নিয়ে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে এই চিঠি দেখেছেন বলে সূত্রের খবর। তবে কোন পদক্ষেপ করবেন সেটা এখনও জানা যায়নি। আসলে মুখ্যমন্ত্রী কর্মী দরদি, মানুষের দুঃখের সঙ্গী। এটা সকলেই জানেন। তাই তাঁর দ্বারস্থ হচ্ছেন কর্মীদের এই সংগঠন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জীবন সুধা ভবনে অবস্থিত গ্লোবাল মার্কেট ইউনিটের বৈদেশিক মুদ্রা দফতর মুম্বইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এসবিআই। এটা এসবিআই কলকাতা শাখার গুরুত্বপূর্ণ অংশ। এটা যাতে কলকাতাতেই থাকে এবং ব্যাঙ্ক অন্যত্র স্থানান্তরিত করতে না পারে সেটা নিশ্চিত করতে আপনার হস্তক্ষেপ চাইছি।