প্রাক মৌসুমে নিউজার্সিতে হবে ক্লাসিকো 

আগামী মৌসুমের আগে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকো খেলবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে আগস্টে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে খেলবে তারা। 

বার্সেলোনা জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের বিপক্ষেও তারা মাঠে নামবে। 

যুক্তরাষ্ট্রে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৩০ জুলাই। ওই দিনই ফ্লোরিডায় তারা ইংলিশ জায়ান্ট ম্যানসিটির মুখোমুখি হবে। তার পর ৩ আগস্ট মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে এল ক্লাসিকো। 

চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে এল ক্লাসিকো অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আগের তিন এল ক্লাসিকোতেই বার্সা জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২০১৭ সালে মায়ামিতে ৩-২, ২০২২ সালে লাস ভেগাসে ১-০ ও গত গ্রীষ্মে তাদের জয়ের ব্যবধান ছিল ৩-০! 

ক্লাসিকোর পর বার্সা সফরের আনুষ্ঠানিকতা শেষ করবে ইতালিয়ান ক্লাব মিলানের মুখোমুখি হয়ে। বাল্টিমোরের এম অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে ৬ আগস্ট।