China Accident: চিনে সুড়ঙ্গের মধ্যে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, নিহত ১৪, আহত ৩৭ জন

আবারও ভয়াবহ বাস দুর্ঘটনা চিনে। মঙ্গলবার উত্তর চিনের শানজি প্রদেশে একটি যাত্রীবাহী বাস সুড়ঙ্গের প্রাচীরের গায়ে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়। জানা গিয়েছে যে ওই বাসে প্রায় ৫১ জন যাত্রী ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন এবং ৩৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই এক্সপ্রেসওয়েতে দুপুর ২ টো বেজে ৩৭ মিনিটে (স্থানীয় সময়) এই দুর্ঘটনাটি ঘটেছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি নিউজ জানিয়েছে, বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • এই দুর্ঘটনার কারণ কী

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া একটি পৃথক প্রতিবেদনে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে জীবিতদের অবস্থার তীব্রতা সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেওয়া হয়নি। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। উদ্ধারকারীর দল পৌঁছেছে ঘটনাস্থলে। যদিও ঘটনার কারণ এখন তদন্তাধীন। সিনহুয়া জানিয়েছে, ‘কর্তৃপক্ষ বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।’

  • আরও একটি পৃথক দুর্ঘটনা চিনে

এছাড়াও আরও একটি পৃথক দুর্ঘটনা ঘটেছে চিনে। জিনহুয়া অনুসারে, স্থানীয় জন নিরাপত্তা ব্যুরো জানিয়েছে যে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত তাইঝৌয়ের একটি ভোকেশনাল স্কুলে একটি গাড়ি ভিড়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। এই দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় প্রায় ১১ টা বেজে ২০ মিনিটে। পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত তাইজৌ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজের এই ঘটনা ছিল সর্বশেষ মারাত্মক গাড়ি দুর্ঘটনা। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এর আগে ১ মার্চ, পূর্ব চিনের শানডং প্রদেশের দেঝাওতে একটি আবাসিক এলাকায় একটি গাড়ি একদল লোকের উপর দিয়ে চলে যায়, এতে দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়েক শিশু আহত হয়েছিল।

আরও পড়ুন: (Jal Jeevan Mission: গ্রামের ৭৫ শতাংশ ‘ঘরে ঘরে কলের জল’! ভোটের আগে বড় সাফল্য কেন্দ্রের)

  • কেন বারবার সড়ক দুর্ঘটনার শিকার চিন

উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চিনে সড়ক দুর্ঘটনা আজকাল সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে, মধ্য হুনান প্রদেশে ১৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। এর আরও এক মাস আগে পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।