India’s Suryakumar Yadav remains on top among batters in the latest T20I rankings know latest ICC ranking

দুবাই: প্রায় তিন মাস তিনি মাঠের বাইরে তিনি। তবু টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব পড়ল না। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে (ICC T20 Ranking) ব্যাটারদের তালিকার শীর্ষেই থেকে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

শেষ ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে। তারপর থেকে চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে সূর্যকুমার। যদিও টি-টোয়েন্টির সেরা ব্যাটারের মুকুট ধরে রেখেছেন তিনি। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সূর্যকুমারই এই মুহূর্তে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। ৮৬১ পয়েন্ট তাঁর ঝুলিতে। এখনও পুরোপুরি ফিট নন স্কাই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকে দু-একটা ম্যাচে তাঁকে দেখা যাবে না বলেই খবর। শোনা যাচ্ছে, তাঁকে এখনও ফিট ঘোষণা করেনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।

ভারতের যশস্বী জয়সওয়াল রয়েছেন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে। রুতুরাজ গায়কোয়াড় রয়েছেন ১৩ নম্বরে। রিঙ্কু সিংহ টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক ধাপ ওপরে উঠে ৩৪ নম্বরে রয়েছেন। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের অন্যতম ভরসা রিঙ্কু।

বিরাট কোহলি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় রয়েছেন ৪৮ নম্বরে। ৫২ নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ঈশান কিষাণ যুগ্মভাবে ৫৫ নম্বরে রয়েছেন।

এদিকে, চোট সারিয়ে মাঠে ফিরেই বিশ্বব়্যাঙ্কিংয়ে উপরে উঠা শুরু করলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগান স্পিনার ৮টি উইকেট নিয়েছেন। তিনি সিরিজের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন। আইপিএলের আঙিনায় ঢুকে পড়ার আগে জাতীয় দলের হয়ে এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়ে প্রথম দশে ঢুকে পড়লেন রশিদ। তিনি টি-টোয়েন্টি বোলারদের তালিকায় চার ধাপ ওপরে উঠে নিউজ়িল্যান্ডের মিচেল স্যান্টনারের সঙ্গে যুগ্মভাবে ন’নম্বরে রয়েছেন।

ব্যাটারদের তালিকায় দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। যাঁকে জেসন রয়ের পরিবর্ত হিসাবে আইপিএলের জন্য সই করিয়েছে কেকেআর। বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাংলাদেশের শাকিব আল হাসান।                              

আরও পড়ুন: IPL 2024 Exclusive: রাত জেগে শরীরচর্চা, সারাদিন ঘুম, আন্দ্রে রাসেলের অবাক করা রুটিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন