Jasprit Bumrah must regularly take breaks, advises McGrath get to know

সিডনি: ভারতের সেরা পেসার। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার (Jasprit Bumrah)। তিনি বল হাতে নিলেই ব্যাটারদের কাঁপুনি শুরু হয়ে যায়। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ ঘোরানোর ক্ষমতা রাখেন। কিন্তু যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফর্ম নয়, চোটই যেন বারবার সমস্যায় ফেলেছে কেরিয়ারে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বারবার বলে এসেছেন যে বুমরার যে বোলিং অ্যাকশন, তাতে চোট আঘাতের প্রবণতা বাড়ার সম্ভাবনাই বেশি। আর তাই গত কয়েক বছরে বারবার চোটের জন্য ছিটকে যেতে হয়েছে তারকা পেসারকে। গত মরশুমে আইপিএলেও ছিলেন না তিনি। দীর্ঘ সময়ে মাঠের বাইরে ছিলেন। বুমরাকে এবার তাই মাঝে মাঝেই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিলেন গ্লেন ম্য়াকগ্রা (Glenn McGrath)। 

এক সাক্ষাৎকারে ম্য়াকগ্রা বলেন, ”আমার মনে হয় বুমরার মত বোলারকে বিশ্রাম নেওয়া উচিত প্রতি মরশুমে। কারণ ও একটা বল করার পেছনে অনেক বেশি শ্রম খরচ করে। শরীরের ওপর তার প্রভাব পড়ে। ওর বোলিং অ্যাকশনটাই এমন যে যদি মরশুমে সব ম্য়াচ খেলতে যায়, তবে চোট পাবেই। এছাড়াও ক্ষমতা অনুযায়ী নিখুঁত ডেলিভারি করাটা সমস্য়ার হয়ে যাবে। তবে এখন ও অনেক অভিজ্ঞ বোলার হয়ে উঠেছে। নিজের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট সম্পর্কে ভালভাবেই জানে ও।”

কীভাবে শক্তি অর্জন করে বুমরা? কিংবদন্তি পেসার বলছেন, ”যদি ভালমত বুমরার অ্যাকশনের দিকে লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে যে ও শেষ স্টেপ আপের সময় শক্তি মূলত অর্জন করে। পিচে পেসের সঙ্গে আঘাত করতে পারে। মোমেন্টামটা পেয়ে যায়। স্যুইংটাও ওর সহজাত অস্ত্র।”

গত আইপিএলে পিঠের চোটের জন্য গোটা মরশুমে মাঠে নামতে পারেননি বুমরা। এবার মুম্বই শিবিরে হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে খেলতে নামবেন ডানহাতি পেসার। কিছুদিন আগেই প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার পার্থিব পটেল জানিয়েছিলেন, যশপ্রীত বুমরা কেরিয়ারের একেবারে শুরু দিকে আহামরি পারফর্ম করতে পারেননি। সেই সময় মুম্বই ফ্র্যাঞ্চাইজির তরফে মরশুমের মাঝপথেই বুমরাকে ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছিল। কিন্তু রোহিতেই বুমরার প্রতিভা বুঝে তাঁকে দলে রাখার আগ্রহ দেখেন। পার্থিব বলেন, ”রোহিত সবসময় দলের খেলোয়াড়দের পাশে থাকেন এবং এর সবচেয়ে বড় দুই উদাহরণ হল যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য। বুমরা ২০১৪ সালে মুম্বইয়ে যোগ দেন। ২০১৫ সালে তাঁর প্রথম মরশুম কিন্তু পরিকল্পনামাফিক কাটেনি। মুম্বই বুমরাকে মরশুমের মাঝপথেই বাদ দেওয়ার কথা ভাবছিল। কিন্তু রোহিত ওর দক্ষতা বুঝে ওকে দলে ধরে রাখতে বদ্ধপরিকর ছিল। ২০১৬ সালে তারপর বুমরা কেমন পারফর্ম করে, তা সকলেই দেখেছে।”

আরও দেখুন