Kolkata metro integrated fare chart: হাওড়া ও রুবি থেকে কোন মেট্রো স্টেশনে যেতে কত ভাড়া পড়বে? জেনে যাবেন এক ঝলকেই

ইতিমধ্যে কলকাতা মেট্রোর তিনটি নয়া লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গিয়েছে। তার ফলে এখন যে কেউ হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে সরাসরি রুবিতে পৌঁছে যেতে পারবেন। একইভাবে রুবি থেকে মেট্রোয় চড়ে পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর, দমদমে। আর সেটার জন্য বারবার টিকিট কাটতে হবে না। এক টিকিটেই হাওড়া থেকে রুবিতে যেতে পারবেন যাত্রীরা। সেই পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন থেকে রুবি এবং হাওড়ায় যেতে কত টাকা ভাড়া পড়বে, তা দেখে নিন।

কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন থেকে রুবি স্টেশন পর্যন্ত ভাড়া

১) হাওড়া ময়দান এবং হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ভাড়া: ৫০ টাকা।

২) মহাকরণ, দক্ষিণেশ্বর, বরানগর, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং শোভাবাজার-সুতানটি থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ভাড়া: ৪৫ টাকা।

৩) গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট এবং রবীন্দ্র সরোবর থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ভাড়া: ৪০ টাকা।

৪) মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ এলাকা), নেতাজি (কুঁদঘাট এলাকা) এবং মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী এলাকা) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ভাড়া: ৩৫ টাকা।

৫) গীতাঞ্জলি (নাকতলা এলাকা) এবং কবি নজরুল (গড়িয়া বাজার এলাকা) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ভাড়া: ৩০ টাকা।

৬) শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকা) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ভাড়া: ২৫ টাকা।

স্টেশন গন্তব্য স্টেশন ভাড়া
হাওড়া ময়দান, হাওড়া হেমন্ত মুখোপাধ্যায় ৫০ টাকা
মহাকরণ, দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার সুতানুটি হেমন্ত মুখোপাধ্যায় ৪৫ টাকা
গিরিশ পার্ক থেকে রবীন্দ্র সরোবর হেমন্ত মুখোপাধ্যায় ৪০ টাকা
মহানায়ক উত্তম কুমার থেকে মাস্টারদা সূর্য সেন হেমন্ত মুখোপাধ্যায় ৩৫ টাকা
গীতাঞ্জলি থেকে কবি নজরুল হেমন্ত মুখোপাধ্যায় ৩০ টাকা
শহিদ ক্ষুদিরাম হেমন্ত মুখোপাধ্যায় ২৫ টাকা

আরও পড়ুন: Majherhat Metro timetable and fare: ২৫ মিনিট ছাড়া পরিষেবা, জোকা-মাঝেরহাট লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন? ভাড়া কত?

কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ভাড়া

১) দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ৩০ টাকা।

২) দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ২৫ টাকা।

৩) শোভাবাজার সুতানটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ২০ টাকা।

৪) সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ১৫ টাকা।

৫) রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ২০ টাকা।

৬) কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ এলাকা) এবং নেতাজি (কুঁদঘাট এলাকা) থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ২৫ টাকা।

৭) মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী এলাকা), গীতাঞ্জলি (নাকতলা এলাকা), কবি নজরুল (গড়িয়া বাজার এলাকা), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকা) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ৩০ টাকা।

৮) সত্যজিৎ রায় থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ৩৫ টাকা।

৯) জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ৪০ টাকা।

১০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া পর্যন্ত ভাড়া: ৫০ টাকা।

আরও পড়ুন: Howrah Maidan to Esplanade metro fare: হাওড়া ময়দান থেকে রুবি-দমদম যেতে কত ভাড়া? রইল তালিকা, পুরনো স্মার্টকার্ডে হবে?

স্টেশন গন্তব্য স্টেশন ভাড়া
দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া হাওড়া ৩০ টাকা
দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার হাওড়া ২৫ টাকা
শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড হাওড়া ২০ টাকা
সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট, ময়দান হাওড়া ১৫ টাকা
রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক হাওড়া ২০ টাকা
কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি হাওড়া ২৫ টাকা
মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ হাওড়া ৩০ টাকা
সত্যজিৎ রায় হাওড়া ৩৫ টাকা
জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত হাওড়া ৪০ টাকা
হেমন্ত মুখোপাধ্যায় হাওড়া ৫০ টাকা

আরও পড়ুন: Kolkata Metro Timetable on Dol 2024: দোলের দিন ৭ ঘণ্টা লেটে শুরু হবে মেট্রো পরিষেবা! কখন প্রথম ও শেষ গাড়ি? রইল সূচি