Kolkata weather latest update: বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ! কলকাতায় ৫৪ বছরে মার্চের দ্বিতীয় শীতলতম দিন আজ

বসন্তের মাঝে নাছোড় বৃষ্টি। বেশ কয়েকদিন বৃষ্টির আবার সঙ্গী করে এনেছিল ঝোড়ে হাওয়াকেও। আর বসন্তের এই বৃষ্টিই টেনে নামিয়েছে কল্লোলিনী তিলোত্তমার পারদ! খবর হল, গত ৫৪ বছরে মার্চ মাসে দ্বিতীয় শীতলতম দিনটি ছিল আজই। অর্থাৎ ২০ মার্চের তাপমাত্রা নয়া রেকর্ড গড়ে ফেলল কলকাতার আবহাওয়ায়।

কয়েকদিন বাদেই বসন্ত উৎসব। তার আগে, টানা বৃষ্টি বাদলে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে ব্যস্ত শহর কলকাতায় বৃষ্টির লম্বা ইনিংস চলছে। এদিকে, বৃষ্টিতে এক ধাক্কায় নেমেছে শহরের তাপমাত্রা। যার জেরে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ২০০৩ সাের ১৩ মার্চের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। সেবারের পর এবার! শেষ ৫৪ বছরের হিসাব ধরলে মার্চে আজই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে দ্বিতীয় শীতলতম দিন। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে ২১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম ছিল। ১৯৭০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৪ বছরের ইতিহাসে এইটিই ছিল মার্চের দ্বিতীয় শীতলতম দিন। 

উল্লেখ্য, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘেরাফেরা করেছে ৪৬ থেকে ৯৬ শতাংশের মধ্যে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে রাজ্যের দক্ষিণ অংশের বহু জেলাতেই বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণে পাশাপাশি উত্তরবঙ্গও ভিজছে। কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর আজ ভিজেছে বৃষ্টিতে। কোচবিহারে এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মঙ্গলের রাত থেকেই ভিজেছে শহর কলকাতা। রাজ্যের বহু জায়গায় হয়েছে বৃষ্টি। বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না দক্ষিণের। অন্তত আবহাওয়ার পূর্বাভাস তেমনই। বুধের সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। এদিকে, বসন্তের অকাল বর্ষণের ইনিংস চলবে শুক্রবার পর্যন্ত। বলছে আবহাওয়া দফতর। গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রায় যে পতন হবে, তা আগেই পূর্বাভাস ছিল। সেই মতোই আজ কমেছে তাপমাত্রা। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এখানেই শেষ নয়। দক্ষিণবঙ্গের বাকি জেলাও এই সময় হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বর্ষণ হতে পারে। উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে বর্ষণ।