Sandeshkhali: তৃণমূলের বিরুদ্ধে সরকারি ইঁট চুরির চেষ্টার অভিযোগ, ফের উত্তেজনা সন্দেশখালিতে

তৃণমূলের বিরুদ্ধে ইঁচ চুরির অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। বুধবার সন্দেশখালির দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের সুখদোয়ানি বাজারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেখে ব়্যাফ এসে পরিস্থিতির মোকাবিলা করে। ওদিকে জনতার হাত থেকে বাঁচতে ঘরে ঢুকে তালা দিয়ে দেন সঞ্জীব আড়ি ও দেবব্রত ভুঁইয়া নামে অভিযুক্ত ২ তৃণমূল নেতা। 

আরও পড়ুন: ‘তিনজনই চোর, এটা তো হওয়ারই ছিল’- বেআইনি বহুতল ভেঙে পড়ায় অবাক নয় গার্ডেনরিচ

স্থানীয়দের দাবি, সুখদোয়ানি বাজারে একটি কালভার্ট তৈরির জন্য বেশ কয়েক মাস ধরে কিছু ইঁট মজুত করে রাখা ছিল। সরকারি সেই ইঁট বুধবার সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন লোক। তাদের থেকে স্থানীয়রা জানতে পারেন, তৃণমূল নেতা সঞ্জীব আড়ি ও দেবব্রত ভুঁইয়ার নির্দেশে ইঁট সরাতে এসেছেন তাঁরা। এর পরই তাদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গ্রামের লোক সুখদোয়ানি বাজারে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ওদিকে গ্রামবাসীরা একজোট হতেই ঘরে ঢুকে তালা দিয়ে দেন ২ তৃণমূল নেতা। এর পর তাঁদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পর ঘটনাস্থলে পৌঁছয় ব়্যাফ। অবশেষে গ্রামবাসীদের বুঝিয়ে – সুঝিয়ে ২ তৃণমূল নেতাকে ঘেরাও মুক্ত করেন পুলিশ কর্মীরা।

আরও পড়ুন: বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

এক বিক্ষোভকারী জানান, আমাদের এখানে কালভার্ট হবে বলে কয়েক হাজার ইঁট রাখা ছিল। বুধবার সকালে দেখি সেই ইঁট ইঞ্জিন ভ্যানে তুলছে কয়েকজন লোক। ওরা সরকারি ইঁট চুরি করার চেষ্টা করছিল। তা দেখে আমরা প্রতিবাদ করি। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পিছু হঠে দুষ্কৃতীরা। আমাদের দ্রুত কালভার্ট নির্মাণ করে দিতে হবে। নইলে আরও বড় বিক্ষোভ হবে। সঙ্গে যাদের নির্দেসে সরকারি ইঁচ চুরি হচ্ছিল তাদেরও গ্রেফতার করতে হবে পুলিশকে।