Suvendu at Karimpur: তৃণমূল মুসলিমদের তেজপাতা মনে করে, রান্নায় ব্যবহার করবে কিন্তু খাবে না: শুভেন্দু

মুসলিমদের তেজপাতা মনে করে তৃণমূল, বুধবার বিকেলে নদিয়ার করিমপুরে জনসভা করতে গিয়ে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় এদিন তৃণমূলকে আক্রমণ করেন তিনি। এমনকী তৃণমূলের সঙ্গে সিপিএমের আঁতাত রয়েছে বলেও দাবি করেন শুভেন্দুবাবু।

আরও পড়ুন: ‘তিনজনই চোর, এটা তো হওয়ারই ছিল’- বেআইনি বহুতল ভেঙে পড়ায় অবাক নয় গার্ডেনরিচ

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল। কী পেয়েছেন ভাইরা আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় জাফিকুরের মতো চোর, বাকিবুরের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, শামস ইকবালের মতো চোর প্রোমোটার তৈরি করেছে। কোটি কোটি গরিব সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়াবুরুজে। প্রোমোটার কে? কাউন্সিলর কে? মন্ত্রী – বিধায়ক কে? সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। আর চাপা পড়ে মারা গেল ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা, মায়েরা, গরিবরা’।

এর পরই তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করার অভিযোগ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘এরা আপনাদের ব্যবহার করেছে। তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা। তরকারিতে লাগবে, কিন্তু খাব না। ব্যবহার করব, NRCর ভয় দেখাব, এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না। আবাসের বাড়ি দেব না। হাজার হাজার সংখ্যালঘু ভাই – বোন – বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায়। কেন আপনাদের আজকে বাইরে যেতে হয়? কেন আপনাদের পরিযায়ী শ্রমিক নাম নিয়ে বাইরে যেতে হয়? নরেন্দ্র মোদী ১৭৫টা প্রকল্প করেছেন, শুধু হিন্দুদের জন্য নয়। করোনার ভ্যাকসিন হিন্দু – মুসলিম দেখে দেওয়া হয়নি’।

আরও পড়ুন: বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

এদিন তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, এই সব এলাকায় তৃণমূল বলে কিছু ছিল না। তৃণমূলকে এই সব এলাকায় আমিই প্রতিষ্ঠিত করেছিম। ভুল করেছিলাম। এখন এখানে প্রার্থী পাচ্ছে না তৃণমূল। তাই গুজরাত থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে।

সিপিএমকে আক্রমণ করে তিনি বলেন, সায়ন, শতরূপরা বিজেপির সমালোচনা করতে গিয়ে গলার শিরা ফোলায় ওদিকে ওদের জ্যেঠু সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লিতে তৃণমূলের সঙ্গে ইটিং, ফিটিং, সেটিং করে।