Suvendu attacks Mahua Moitra:মহুয়া মৈত্রকে ‘কুকুর চোর’ বললেন শুভেন্দু

লোকসভা ভোটের প্রচারে কৃষ্ণনগর কেন্দ্রে গিয়ে এলকার বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে নাম না করে ‘কুকুর চোর’ বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নদিয়ার করিমপুরে বিজেপির জনসভা থেকে মহুয়াকে উদ্দেশ করে আক্রমণ করেন তিনি। বলেন, তাড়াতাড়ি ব্যাগ গুছান।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘কৃষ্ণনগরের যিনি আছেন, তিনি তো…. বাপরে বাপ! তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিয়েছেন। কুকুর চোর। কুকুর ফেরত দিতে হয়েছে। ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয়। আমি জীবনে কোনও দিন শুননিনি। দেখেছেন তো, লোকপাল কাল কী করেছে? সিবিআইকে দিয়ে দিয়েছে। করিমপুরের বিধায়ক ছিলেন না? ব্যাগ গুছান তাড়াতাড়ি’।

আরও পড়ুন: ‘তিনজনই চোর, এটা তো হওয়ারই ছিল’- বেআইনি বহুতল ভেঙে পড়ায় অবাক নয় গার্ডেনরিচ

গত ডিসেম্বরে কৃষ্ণনগরের তৎকালীন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে বিভিন্ন বিলাস সামগ্রী ঘুষ নিয়ে নির্মাণকারী সংস্থা হীরানন্দানি গোষ্ঠীর হয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রশ্ন উত্থাপনের জন্য সংসদের পোর্টালের পাসওয়ার্ড দর্শন হীরানন্দানিকে দিয়ে দেন তিনি। সেকথা একটি স্বতঃপ্রণোদিত হলফনামায় স্বীকার করেন অভিযুক্ত শিল্পপতি। এর পর সংসদের এথিকস কমিটি মহুয়ার লোকসভার সাংসদপদ কেড়ে নিতে স্পিকার ওম বিড়লাকে সুপারিশ করেন। সেই সুপারিশের ওপর ভোটাভুটিতে খারিজ হয়ে যায় মহুয়া মৈত্রের সাংসদপদ।

এখানেই শেষ নয়, মহুয়ার বিরুদ্ধে তাঁর পোষ্য কুকুর চুরির অভিযোগ তোলেন মহুয়ার প্রাক্তন সহবাস সঙ্গী জয় অনন্ত দেহদ্রাই। মহুয়া অভিযোগ অস্বীকার করলেও নথি দেখিয়ে নিজের দাবি প্রমাণ করেন তিনি।

আরও পড়ুন: বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

ওদিকে সাংসদ পদ খারিজের কয়েক দিনের মধ্যে মহুয়াকে নদিয়া জেলা তৃণমূলের সভাপতি করে তৃণমূল। প্রার্থীতালিকা প্রকাশের বহু আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কৃষ্ণনগর থেকে এবারও ভোটে লড়বেন মহুয়াই।