ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ৭ জন গ্রেফতার

যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে টাকাসহ দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণের ঘটনায় জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করে। এরপর যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য হারুন অর রশিদ (৩৩), পিয়াস হাসান (২৪), ইশতিয়াক আহমেদ (২৪), রাশেদ হাওলাদার (২৮), সোহেল আহমেদ বাবু (৩২), উজ্জ্বল হোসেন (৩০) এবং হাফিজুর রহমানকে (৩২) গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ১৬ মার্চ সোহাগ হোসেন ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তি সবজি বিক্রি করে ঢাকা থেকে বাসে যশোর আসছিলেন। আসামিরা যশোর শহরতলির চাচার পোস্ট এলাকায় বাস থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুজনকে নামিয়ে নেয়। এরপর তাদের একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তরা কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা কেড়ে নিয়ে ব্যবসায়ীদের কেশবপুরে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।