বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ, আরও বাড়ার সম্ভাবনা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সর্বকালের সর্বোচ্চ স্তরে উঠেছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২২০৩ ডলারে। এর আগে কখনও এত দাম দেখেননি বিশ্ববাসী। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়ে ৩বার সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় মার্কিন মুদ্রা ডলার বড় দর হারিয়েছে। এছাড়া বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনে যাচ্ছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের উত্তর আমেরিকার পণ্য গবেষণার প্রধান আকাশ দোশি সিএনবিসিকে বলেন, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে আউন্সপ্রতি স্বর্ণের ২৩০০ ডলারে উঠবে। কারণ, এসময়ে সুদের হার কমাবে ফেড। আগামী জুনে যা কমানোর সম্ভাবনা রয়েছে তিন চতুর্থাংশ পয়েন্ট।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমালে ডলারের মান পড়ে যায়। সেই সঙ্গে ট্রেজারি ইল্ড/বন্ড নিম্নমুখী হয়। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে গরুত্বপূর্ণ ধাতুটির আকর্ষণ বৃদ্ধি পায়।

অস্ট্রেলিয়ার বৈশ্বিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ম্যাকুয়ারি গ্রুপ লিমিটেডও পূর্বাভাস দিয়েছে, চলমান বছরের দ্বিতীয়ার্ধে নতুন উচ্চতায় উঠবে স্বর্ণের দর। আবারও রেকর্ড গড়বে মূল্যবান ধাতুটি।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানিয়েছে, গত ২ বছরে ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণ কিনেছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ২০২৪ সালে তা আরও বাড়িয়েছে তারা। তাছাড়া বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এখনও চলছে। স্বর্ণের ঊর্ধ্বমুখিতার নেপথ্য কারণ এটিও।

আকাশ দোশি বলেন, গত দশকে বিশ্বের সর্ববৃহৎ দুই স্বর্ণ ক্রেতা দেশ ছিল রাশিয়া ও চীন। সাম্প্রতিক বছরগুলোতে তাতে ভিন্নমাত্রা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো।

সবমিলিয়ে লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দর বাড়ছে। চলতি মাসের শুরুর দিকে প্রতি আউন্সের মূল্য ২১৯৫ ডলারে ওঠে। সেসময় সর্বকালে তা ছিল সর্বোচ্চ। এবার সেই রেকর্ডও ভেঙে গেলো।



বাঁধন/সিইচা/সাএ