Calcutta HC on Illeagal Constraction: , ফিরহাদের মুখে ঝামা ঘষে বলল হাইকোর্ট

প্রশাসনের নজর এড়িয়ে কিছুতে হতে পারে না এত বড় বেআইনি নির্মাণ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের তত্ত্ব খারিজ করে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন তিনি কলকাতায় বেআইনি নির্মাণের রমরমা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এই ধরণের নির্মাণ বন্ধ করতে বিশেষ নজরদারি দল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: কোনও কেউকেটার কাছে মাথা নত করবেন না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘এত বড় বেআইনি বাড়ি প্রশাসনের নজর এড়িয়ে তৈরি হয়েছে বলে আমি বিশ্বাস করি না। আইনি সংস্থাগুলির ক্ষমতা ব্যবহারের জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা নেই। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা কোথাও পরিদর্শনে গেলে তাদের মার খেয়ে ফিরতে হয়।’

তিনি আরও বলেন, ‘যে ঘটনা ঘটেছে তার পিছনে নজরদারির অভাব রয়েছে বলে মনে হচ্ছে। সেজন্য রাজ্য সরকারকে বিশেষ নজরদারি দল গঠন করতে বলব। এছাড়া বেআইনি ভবন ভাঙার ফলে যারা বাস্তুচ্যূত হবেন তাঁদের অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে বলব রাজ্যকে।’ মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল।

আরও পড়ুন: ‘লিপস অ্যান্ড বাউন্ডস তো জিন্দা হ্যায় না’? অভিষেকের রক্ষাকবচ নিয়ে বললেন শুভেন্দু

গার্ডেনরিচের ঘটনার পর কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, যে আদালতই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়ে থাকুক, কোনও নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হবে না। বুধবার তিনি বেআইনি নির্মাণের ক্ষেত্রে জরিমানা দ্বিগুণ করে দেন। বৃহস্পতিবার এব্যাপারে আদালতের মনোভাব স্পষ্ট করে দিলেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি। স্পষ্ট করে দিলেন, বেআইনি নির্মাণের দায় প্রশাসনেরই। এই মৃত্যুমিছিলের দায় নিতে হবে তাদেরকেই।