Debashis Dhar: সমাজসেবা করব…আইপিএসের চাকরি ছাড়লেন দেবাশিস ধর, তবে কি তিনিও রাজনীতিতে?

ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। চারদিকে ভোট ভোট রব। তার মধ্য়েই ইস্তফা দিলেন আইপিএস দেবাশিস ধর। গত বিধানসভা নির্বাচনে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। তখন তিনি ছিলেন কোচবিহারের এসপি। শীতলকুচিতে গুলি চালানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে। সেই সময় সাসপেন্ড করা হয়েছিল দেবাশিস ধরকে। আর একেবারে ভোটপর্ব যখন শুরু হয়ে গিয়েছে তখনই ইস্তফা দিলেন দেবাশিস ধর।

এদিকে কিছুদিন আগেই আইপিএসের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়। বর্তমানে তিনি তৃণমূলের প্রার্থী। মালদা উত্তর থেকে তিনি তৃণমূলের প্রার্থী। তবে কি প্রসূনের পথে হাঁটতে চলেছেন দেবাশিস ধর? সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে জল্পনাটা থেকেই গিয়েছে। তিনি সমাজসেবার পথে যাচ্ছেন বলেও জানিয়েছেন। তবে কি রাজনীতির ময়দানে নামতে চলেছেন দেবাশিস? 

একেবারে আচমকা ইস্তফা দিলেন তিনি।  ২০১০ সালের স্টেট পুলিশ সার্ভিসের অফিসার। পরে তিনি আইপিএস হয়েছিলেন বলে খবর। নির্বাচন কমিশন তাঁকে কোচবিহারের আইপিএস করেছিল ২১শের বিধানসভা ভোটে। পরে শীতলকুচিকাণ্ডের পরে তাঁকে সাসপেন্ড করেছিল রাজ্য় সরকার। বর্তমানে অফিসার অন কম্পালসারি ওয়েটিং হিসাবে তিনি ছিলেন। আর সেই দেবাশিস ধরই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি ব্যক্তিগত কারণের কথা জানিয়েছেন। তিনি সমাজসেবা করতে চান বলেও জানিয়েছেন। তবে কোনও রাজনৈতিক দলে তিনি যাচ্ছেন কি না তা তিনি সংবাদমাধ্য়মে জানাননি। 

এদিকে পুলিশের চাকরি আচমকাই ছেড়ে দিলেন দেবাশিস ধর। তাঁর চাকরি ছাড়াকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। তবে চাকরি ছাড়ার পরে ঠিক কী জানিয়েছিলেন প্রসূণ বন্দ্যোপাধ্য়ায়? 

এদিকে চাকরি ছেড়ে মালদা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি। মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন তিনি। একটা সময় মালদা ও বালুরঘাটের জেলা পুলিশ সুপারের দায়িত্বও তিনি সামলেছেন। সেই প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ই এবার তৃণমূলের প্রার্থী। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আমি তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করে যাব। ডিসিপ্লিনটা বড় কথা। যে নির্দেশ দেওয়া হবে সেটা পালন করব। রাজনৈতিক প্লাটফর্মে আরও বেশি করে মানুষের পাশে থাকা যায়। সেই কাজটাই করব। মনে হচ্ছিল এবার ছাড়ার সময় এসেছে। সেকারণেই চাকরি ছেড়ে এসেছি। আমি তৃণমূল কর্মী হিসাবেই কাজ করব।

এবার চাকরি ছাড়লেন দেবাশিস ধর। তবে তিনি রাজনীতিতে আসছেন কি না সেটা দিন দুয়েকের মধ্য়ে পরিস্কার হতে পারে বলে মনে করা হচ্ছে।