IT Raid on Swaroop Biswas: ২৪ ঘণ্টা পার, এখনও স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশিতে আয়কর বিভাগ

বুধবার কাকভোরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে ঢুকেছিল আয়কর আধিকারিকেরা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন তাঁর বাড়ি থেকে বের হয়নি তারা। কী কারণ তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে  সূত্রের খবর, প্রোমোটারি সংক্রান্ত আয়কর ফাঁকির অভিযোগে দুটি সংস্থায় তল্লাশি চলছে। 

নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও মোট পাঁচ জায়গায় তল্লাশি শুরু করে আয়কর বিভাগ। সূত্রে জানা গিয়েছে, ‘ইডেন রিয়্যাল এস্টেট’ ও মাল্টিকন রিয়্যাল এস্টেট নামের দুটি সংস্থার কর্তাদের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর বিভাগ। সংস্থা দু’টির বিরুদ্ধে আয়কর ফাঁকিরও অভিযোগ উঠেছে। 

বুধবার খুব ভোরে স্বরূপের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। তাঁর সঙ্গে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়াদেরও নিয়ে গিয়েছিলেন। বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন আয়কর বিভাগের আধিকারিকরা।  

আরও পড়ুন। বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলেন আয়কর আধিকারিকরা। বিভিন্ন তাঁরা ঘেটে দেখেন বলে খবর। কিন্তু কেন এত ক্ষম ধরে তাঁরা তল্লাশি চালাচ্ছেন তা জানা যায়নি। 

মন্ত্রী  অরূপ বিশ্বাসের ভাইয়ের ওই এলাকাতে যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথা রয়েছে। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, রির্টান ফআইল সংক্রান্ত কিছু গরমিলের অভিযোগ রয়েছে, সে কারণে প্রাসঙ্গিক নথির জন্য তল্লাশি চালাচ্ছেন তাঁরা। তবে কোনও নথি পেয়েছেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন। কোনও কেউকেটার কাছে মাথা নত করবেন না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ

তৃণমূলের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। লোকসভা ভোটের আগে মন্ত্রীর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছেন তাঁরা। যদি দলের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

আরও পড়ুন। ‘বেআইনি নির্মাণে জড়িতদের শিক্ষা দিতে হবে’, জরিমানা দ্বিগুণ করল হাইকোর্ট