Mumbai Indians name teenager Kwena Maphaka as Dilshan Madushanka replacement for IPL 2024

মুম্বই: আইপিএল (IPL 2024) শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে ফের ধাক্কা। চোটের জন্য জেসন বেহরেনডর্ফ আগেই ছিটকে গিয়েছিলেন। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দিলশান মধুশঙ্কাও (Dilshan Madushanka)। তাঁর বদলি হিসাবে দক্ষিণ আফ্রিকার কুয়েনা মাফাকাকে (Kwena Maphaka) দলে নিল রেকর্ড চ্যাম্পিয়নরা। বুধবারই তরুণ প্রোটিয়াকে বদলি হিসাবে নেওয়ার কথা পল্টনদের তরফে ঘোষণা করা হয়।

মাত্র ১৭ বছর বয়স, এখনও স্কুলের গণ্ডিও পার হয়নি, এর মধ্যেই গড়া হয়ে গিয়েছে রেকর্ড। এবার আইপিএল চুক্তিও পেয়ে গেল প্রোটিয়া তরুণ। এই বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট ২১ উইকেট নেওয়া কুয়েনা মাফাকাকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয়। এক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মাফাকার থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই। মাত্র ১৫ বছর বয়সেই তিনি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে নিজের অভিষেক ঘটায় এই বাঁ-হাতি ফাস্ট বোলার। সদ্যই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেললেও, ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ আফ্রিকা ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের হয়ে খেলে ফেলেছে মাফাকা। 

মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই তরুণ প্রতিভা অন্বেষণের জন্য বিখ্যাত। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, মার্কো জানসেনের মতো তারকাদের উত্থানে মুম্বই ইন্ডিয়ান্সের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। তরুণ মাফাকাও এমন এক অন্বেষণ বলে অনেকে মনে করছেন। বয়স ১৭ হলেও, ইতিমধ্যেই বেশ গতিতে বল করতে সক্ষম মাফাকা। ঘাতক বাউন্সার তো আছেই, পাশাপাশি ইয়ার্কারও সঠিক ঠিকানায় ফেলতে সিদ্ধহস্ত সে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার ডেথ ওভারে বোলিং বেশ নজর কেড়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সে আবার বোলিং কোচের ভূমিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা, যাকে ডেথ ওভার বোলিং বিশেষজ্ঞ মনে করা হত। তাঁর পর্যবেক্ষণে মাফাকা আরও লাভবানই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাফাকা কিন্তু আরেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা কাগিসো রাবাডার স্কুলেই পড়ে। ক্রিকেট তো আছেই, পাশাপাশি সে টেনিস এবং হকিতেও বেশ পটু। রাবাডা অনূর্ধ্ব ১৯ দল থেকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হতে পেরেছেন। মাফাকাও তেমনটা করতে সক্ষম হন কি না, সেটা সময়ই বলবে। আসন্ন আইপিএলে তাঁর দিকে কিন্তু ক্রিকেটপ্রেমীরা নজর রাখবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধনে থাকছে চাঁদের হাট, কারা পারফর্ম করবেন, ঘোষণা বোর্ডের 

আরও দেখুন