Sandeshkhali Agitation: ১০০ দিনের টাকা চুরির অভিযোগ TMCর বিরুদ্ধে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালিতে

ফের সন্দেশখালিতে জ্বলল ক্ষোভের আগুন। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা তছরূপের অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সঙ্গে শৌচাগার ও রাস্তা তৈরির টাকা তছরূপের অভিযোগও করেছেন গ্রামবাসীরা।

বৃহস্পতিবার সকালে বেড়মজুর ২ নম্বর পঞ্চায়েতের রামনগরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ১০০ দিনের কাজ করলেও টাকা মেটাননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা। ইডির ওপর হামলার ঘটনায় তাঁকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে জেরা করেছিল সিবিআই। এছাড়া তৃণমূলের অঞ্চল সভাপতি জুলফিকার মোল্লার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছে তারা।

আরও পড়ুন: কোনও কেউকেটার কাছে মাথা নত করবেন না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ

স্থানীয়দের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। অথচ তাদের ১০০ দিনের বকেয়া এখনও মেটাননি পঞ্চায়েত প্রধান। এভাবে লক্ষ লক্ষ টাকা হাজি সিদ্দিক মোল্লা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগে স্থানীয় স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা ও অঞ্চল সভাপতি জুলফিকার মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্লোগান দিতে থাকেন। স্থানীয়দের দাবি অবিলম্বে বকেয়া পরিশোধ করতে হবে। বানিয়ে দিতে হবে শৌচাগার ও রাস্তা।

আরও পড়ুন: ‘লিপস অ্যান্ড বাউন্ডস তো জিন্দা হ্যায় না’? অভিষেকের রক্ষাকবচ নিয়ে বললেন শুভেন্দু

লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলেও সন্দেশখালিতে বিক্ষোভের আগুন নেভার লক্ষণ নেই। বুধবার রামপুর বাজারে ইট চুরির অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সরকারি প্রকল্পের জন্য মজুত ইট সরাতে গেলে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয়রা। ২ তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবশেষে পুলিশ ও ব়্যাফ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরায়।