Suvendu Adhikari: কলকাতায় কোথায়, কত বেআইনি নির্মাণ? তথ্য জানতে চেয়ে আরটিআই শুভেন্দুর

গার্ডেনরিচে নির্মিয়মান বহুতল ভেঙে পড়ার পর নানা প্রশ্ন শুরু উঠতে শুরু করেছে। এরই মধ্যে কলকাতা পুরসভার অস্বস্তি বাড়িয়ে বেআইনি নির্মাণ সংক্রান্ত তথ্য জানতে আরটিআই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

তথ্য অধিকার আইনে তিনি জানতে চেয়েছেন, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কতগুলি বাড়ি তৈরির আবেদন জমা পড়েছে পুরসভার কাছে? ওই সময়ের মধ্যে কতগুলি বাড়ি তৈরির প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছে? কতগুলি প্ল্যানের অনুমোদন দেওয়া হয়নি ? সেই সব বিষয়ে তথ্য জানতে চেয়েছেন শুভেন্দু।

গার্ডেনরিচে বিল্ডিং ভেঙে পড়ার পর থেকে প্রশ্ন উঠেছে  পুরসভা ও পুর প্রতিনিধিদের এড়িয়ে কী করে বাড়িটি তৈরি হচ্ছিল? এই নিয়ে বুধবার পুর ইঞ্জিনিয়ারদের দিকে রীতিমতো তোপ দেগেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কার্যত এই ব্যর্থতার দায় চাপিয়ে দিয়েছেন  ইঞ্জিনিয়ারদের উপর। নজরদারিতে জোর বাড়ানোরও নির্দেশ দিয়েছেন। শহরে বেআইনি নির্মাণের তালিকা তৈরি করে তার ভাঙারও নির্দেশ দিয়েছেন মেয়র । 

আরও পড়ুন। কোনও কেউকেটার কাছে মাথা নত করবেন না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ

মেয়র কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ কোনও বেআইনি নির্মাণের অনুমোদন দেবেন না। আমরা ৫ বছরের জন্য থাকব। আপনাদের সারা জীবন চাকরি করতে হবে। যত বড় কেওকেটাই হোক না কেন। কারও কাছে মাথা নত করবেন না।’

 এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার বিল্ডিং অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চেয়ে আরটিআই করেছেন শুভেন্দু। তিনি জানতে চেয়েছেন, যে বিল্ডিংগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে, কোনও কোনও কারণের ভিত্তিতে তা করা হয়েছে আরটিআই-এ তা জানতে চেয়েছেন ? তিনি আরও জানতে চেয়েছেন, কতগুলি বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে?

আরও পড়ুন। গার্ডেনরিচকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, রিপোর্ট চাইল কমিশন

একই সঙ্গে তিনি জানতে চেয়েছেন ২০২৪-এর ১৮ মার্চ পর্যন্ত কতগুলি বেআইনি  বিল্ডিংকে ভাঙা হয়েছে?  এখনও কতগুলি বিল্ডিং ভাঙা বাকি আছে?

গত রবিবার রাত ১১টা ৪৯ মিনিট নাগাদ কলকাতা বন্দর লাগোয়া গার্ডেনরিচ এলাকায় একটি নির্মিয়মান বহুতল ভেঙে পড়ে। অভিযোগ, একটি পুকুর বুজিয়ে ওই বহুতলটি তৈরি হচ্ছিল। বহুতল চাপা পড়ে অন্তত ১০জনের মৃত্যু হয়েছে।  চারদিন কেটে গেলও এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। 

আরও পড়ুন। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর