দুদিন ‘ম্যানেজ’ করলেই ঈদে পাবেন ১০ দিনের ছুটি

রমজানের রোজার শেষে খুশির আমেজ নিয়ে হাজির হয় ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সবাইকেই আনন্দিত করে তোলে। সেই খুশির সীমা ছড়িয়ে যায় যখন পরিবার, আত্মীয়স্বজন বন্ধুদের নিয়ে একসঙ্গে পালন করা হয় ঈদ। তাই কর্মজীবীদের ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে শুরু হয়ে গেছে ছুটি নিয়ে হিসাব-নিকাশ। এবারের রোজার ঈদে বাড়তি দু’দিনের ছুটি ম্যানেজ করলেই সরকারি কর্মচারীদের মিলতে পারে টানা ১০ দিনের ছুটি।

জানা গেছে, সরকারি কর্মচারীরা দু’দিনের বাড়তি ছুটি নিলে এবার তাদের ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। কারণ, সরকারি ক্যালেন্ডারের হিসাবে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ফলে ৮ এবং ৯ এপ্রিল দুই দিনের ছুটি নিলেই ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগের সুযোগ রয়েছে।

কারণ, ক্যালেন্ডার মোতাবেক ১০, ১১ এবং ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি। তাই মাঝখানের মাত্র দুই দিনের ছুটি নিলেই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা।

 



বাঁধন/সিইচা/সাএ