Comeback man Rishabh Pant feeling nervous as Delhi Capitals open their IPL 2024 campaign against Punjab Kings

মুল্লাপুর: দীর্ঘ ১৪ মাস পর তিনি মাঠে ফিরেছেন। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচই হতে চলেছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ। গাড়ি দুর্ঘটনার পর একটা সময় যিনি বাঁচবেন কি না তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছিল, সেই ঋষভ পন্থই (Rishabh Pant) শনিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সিতে টস করতে নামবেন। 

প্রত্যাবর্তনের ম্যাচের আগে স্নায়ুর চাপে ভুগছেন বলে জানালেন পন্থ। পাঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের আগে পন্থ বলেছেন, ‘স্নায়ুর চাপ টের পাচ্ছি। একটু নার্ভাস লাগছে। সেই সঙ্গে রোমাঞ্চিত। তবে সব কিছু ছাপিয়ে যাচ্ছে আনন্দ। পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে অসম্ভব ভাল লাগছে। কাল প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’

বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের প্রাক মরশুম শিবিরের শেষে পন্থ বলেছিলেন, ‘প্রত্যেকবার মাঠে নামলেই আলাদা অনুভূতি হয়। আমি যতক্ষণ বেশি সম্ভব ব্যাট করতে চাইছি। যাতে আরও উন্নতি করা যায়। খুব বেশি ভাবছি না। একদিন একদিন করে ধরে এগোচ্ছি। নিজের একশো শতাংশ দিচ্ছি।’

দিল্লি ক্যাপিটালস এখনও ট্রফিহীন। এবার তাই অধিনায়ক পন্থের সামনেও পরীক্ষা। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশিরভাগ আলোচনাই খুব সাধারণ বিষয়ে হচ্ছে। মাঠে নেমে উপভোগ করতে চাই। ক্রিকেটটা মজা করে খেলতে চাইছি। খুব একটা জটিলতা আনতে চাইছি না। শুধু নিশ্চিত করতে চাইছি মাঠে একশো শতাংশ দিতে।’

কোচ রিকি পন্টিং দল নিয়ে আশাবাদী। বলেছেন, ‘আমাদের দল খুব ভাল। প্রস্তুতি একেবারে নিখুঁত হয়েছে। আমরা চাইছি মাঠে নেমে প্রত্যেকে দক্ষতা অনুযায়ী খেলুক। তাহলেই আমরা কালকের ম্যাচ জিতব।’

গত আইপিএলে পন্থ খেলতে পারেননি। এবার তাঁকে ফিরে পেয়েও উচ্ছ্বসিত পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমাদের আইপিএল শুরু হতে চলেছে। বছরের দারুণ একটা সময়। আর যখন অধিনায়ক ফিরে আসে, তখন গোটা ব্যাপারটা আরও রোমাঞ্চকর হয়ে যায়। ও আমাদের নেতা। ফ্র্যাঞ্চাইজির হৃদস্পন্দন। ওকে ফিরে পেয়ে আমাদের দল আরও শক্তিশালী হল।’ যোগ করেছেন, ‘বিশাখাপত্তনমে আমাদের এক সপ্তাহের প্রস্তুতি শিবির হয়েছে। আমার কথা বিশ্বাস করুন, ঋষভ তৈরি আর খেলার জন্য প্রস্তুত। ও হয়তো কাল একটু নার্ভাস থাকবে, অনেকদিন পর ম্যাচ খেলছে বলে। এটা বড় ঘটনা। আমি দেখেছি ও কীরকম ছন্দে রয়েছে। কাল দারুণ কিছু ঘটলে অবাক হবেন না।’

আরও পড়ুন: IPL Exclusive: ইডেনে ক্রিকেট আর বিনোদনের ককটেল, কেকেআরের হয়ে গলা ফাটাতে মাঠে থাকবেন শাহরুখ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন