IPL 2024: রোহিতের রাজ্য দলের তরুণ তুর্কিকে জাম্পার পরিবর্তে দলে নিল রাজস্থান

<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরে ঢুকে পড়লেন রঞ্জিজয়ী মুম্বই (Mum) দলের তরুণ অলরাউন্ডার। গতকালই <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> থেকে সরে দাঁড়িয়েছিলেন অ্যাডাম জাম্পা। এবার তাঁর পরিবর্তে বোলার অলরাউন্ডার তনুষ কোটিয়ানকে দলে নিল রাজস্থান রয়্যালস। গত রঞ্জিতে দারুণ পারফর্ম করেছিলেন ২৫ বছরের এই তরুণ বোলার। ১০ ম্য়াচ খেলে মোট ২৯টি উইকেট নিয়েছিলেন তিনি। মুম্বই এবার ৪২ তম বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। দলের বোলিং ডিপার্টমেন্টে অন্যতম নজরকাড়া পারফরম্য়ান্স ছিল তনুষের। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলেন তিনি।&nbsp;</p>
<p style="text-align: justify;">নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তনুষ কোটিয়ান। বেস প্রাইসেই এই প্লেয়ারকে দলে নিয়ে নিল রাজস্থান। ব্যাট হাতেও গত রঞ্জিতে ১৪ ইনিংসে ব্যাট করে ৫০২ রান করেছেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। অপরাজিত ১২০ রানের ইনিংস খেলেছিলেন তনুষ। কুড়ির ফর্ম্যাটে ২৩ টি ম্য়াচ খেলেছিলেন। মোট ২৪ উইকেট নিয়েছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে ৭৫টি উইকেট ও ১১৫২ রান করেছেন। লিস্ট-এ ক্রিকেটে তনুষ সংগ্রহ করেছেন ২০টি উইকেট।</p>
<div class="adHeight280" style="text-align: justify;">
<div id="adslot2" class="adHolderStory storyadHolderAfterLoad ht-dfp-ad" data-google-query-id="CP-i1eadiIUDFQPRPAIdpfMD4A">উল্লেখ্য, চলতি আইপিএল শুরুর আগেই অনেকেই নাম তুলে নিয়েছেন। জেসন রয়, হ্যারি ব্রুক এবার অ্যাডাম জাম্পা। টুর্নামেন্ট শুরুর দিনই নাম তুলে নিলেন অ্যাডাম জাম্পা। রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার জাম্পার ম্যানেজার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জাম্পা। রাজস্থানের স্পিন ত্রিফলার অঙ্গ ছিলেন তিনি। আট উইকেট নিয়েছিলেন জাম্পা। জাম্পার না থাকাটা কিন্তু রাজস্থানের জন্য বেশ বড় ধাক্কা। ইতিমধ্যেই রয়্যালসের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবারের আইপিএলে খেলতে পারবেন না। তাঁর সদ্যই অস্ত্রোপ্রচার হয়েছে। তিনি আইপিএলের সময় ফিট হয়ে উঠতে পারবেন না। বিসিসিআইয়ের রিপোর্ট অনুযায়ী প্রসিদ্ধ শীঘ্রই নিজের রিহ্যাব শুরু করবেন।</div>
</div>
<p style="text-align: justify;">কিছুদিন আগেই এবিপি লাইভকে প্রাক্তন ক্রিকেটার ও রঞ্জিজয়ী বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজস্থান শিবিরে চাহাল রয়েছেন। এছাড়া জম্পা একই ক্যাটাগরির স্পিনার। ফলে দুজনকেই হয়ত খেলানো হবে না কখনো। সেক্ষেত্রে হয়ত একাদশের বাইরেই বেশিরভাগ বসতে হত জাম্পাকে। কিন্তু তার আগেই এবার সরে দাঁড়ালেন জাম্পা। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বমানের বোলার জাম্পা। তবে তনুষ কোটিয়ানের কাছে সুযোগ ভাল পারফর্ম করে নিজের নামের সুবিচার করা।&nbsp;</p>
<p style="text-align: justify;"><a title="আরও পড়ুন: আড়াইশোতম ম্য়াচ সিএসকের, প্রথমে ব্যাটিং বিরাটদের, আইপিএলে অভিষেক রাচিন রবীন্দ্রর" href="https://bengali.abplive.com/sports/ipl/ipl-2024-csk-playing-250th-t20-match-ms-dhoni-ruturaj-gaikwad-chennai-super-kings-csk-vs-rcb-1054785" target="_blank" rel="noopener">আরও পড়ুন: আড়াইশোতম ম্য়াচ সিএসকের, প্রথমে ব্যাটিং বিরাটদের, আইপিএলে অভিষেক রাচিন রবীন্দ্রর</a></p>