IPL 2024 KKR captain Shreyas Iyer gives big update on his fitness ahead of Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad match at Eden Gardens

সন্দীপ সরকার, কলকাতা: তাঁর ফিটনেস নিয়ে আইপিএল (IPL) শুরু হওয়ার পনেরো দিন আগে থেকে চলছিল তোলপাড়। পিঠের পুরনো চোট নাকি ভোগাচ্ছে তাঁকে। যে কারণে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) দুটি ম্যাচ খেলতে পারেননি। ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচেও পাঁচদিন মাঠে ছিলেন না। দ্বিতীয় ইনিংসে তাঁর ৯৫ রানের ইনিংস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সেই ইনিংস খেলার ফাঁকেও ফিজিওকে ডেকে শুশ্রূষা নিতে হয়েছিল বার দুয়েক। শেষ দুদিন তো তিনি মাঠেই নামতে পারেননি। যা দেখে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। প্রশ্ন উঠছিল, আইপিএলের শুরু থেকে তিনি খেলতে পারবেন তো?

সেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নিজের ফিটনেস নিয়ে সমস্ত জল্পনা মাঠের বাইরে ওড়ালেন। ইডেনে শনিবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলে আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। সেই ম্যাচের আগে ফিটনেস নিয়ে প্রশ্নে শ্রেয়সের খোলামেলা জবাব, ‘এই মুহূর্তে যদি নিজেকে দেখি, সম্ভবত সেরা জায়গায় রয়েছি। নিয়মিত ট্রেনিং করছি। বল দারুণভাবে মারছি। দীর্ঘক্ষণ ব্যাটিং করছি। এটার জন্যই চেষ্টা করছিলাম।’

চোট নিয়ে খুব বেশি ভেবে নিজেকে চাপে ফেলতে চান না বলেও জানিয়েছেন শ্রেয়স। ইডেনের সাংবাদিক সম্মেলনে তখন উপচে পড়ছে ভিড়। সকলেই শ্রেয়সের ফিটনেস আপডেট পেতে মুখিয়ে রয়েছেন। শ্রেয়স বলে চললেন, ‘চিকিৎসক কী বলেছে বা কীরকম চোট ছিল, সেসব নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ, বেশি ভাবলে পুরো মন চোটের দিকেই থাকে। আর তাতে যেটা সবচেয়ে ভাল পারি সেটাই ভুলে যাই। তাই আমি সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু খেলার দিকেই মনোনিবেশ করতে চাই।’

পিঠের অস্ত্রোপচারের জন্য গত আইপিএলে খেলতে পারেননি। গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছিল। কেকেআর পড়েছিল বিভ্রাটে। শেষ পর্যন্ত নীতীশ রানার হাতে তুলে দিতে হয়েছিল নেতৃত্ব ভার। এবারও টুর্নামেন্ট শুরুর আগে থেকে শ্রেয়সের ফিটনেস নিয়ে প্রশ্ন কাঁটার মতো বিঁধছিল নাইট শিবিরে। প্র্যাক্টিসে শ্রেয়সকে দেখে অন্তত একশো শতাংশ ফিট মনে হয়নি। তবে ইচ্ছেশক্তি দিয়ে সমস্ত প্রতিকূলতা জয় করার নীরব শপথ যেন নিচ্ছেন শ্রেয়স।

আরও পড়ুন: IPL Exclusive: ইডেনে ক্রিকেট আর বিনোদনের ককটেল, কেকেআরের হয়ে গলা ফাটাতে মাঠে থাকবেন শাহরুখ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন