Kate Middleton Fighting Cancer: ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন, চলছে ৪২ বছর বয়সীর কেমোথেরাপি

ব্রিটিশ রাজপরিবার থেকে আরও একার উদ্বেগের ছায়া। ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। এরপর আসে তাঁরই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। সদ্যই তিনি জানুয়ারি মাসে একটি সার্জারি করিয়েছিলেন। তারপর আসা কিছু টেস্টের রিপোর্টে জানা গিয়েছে ৪২ বছর বয়সী প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত।

কেট জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর আপাতত তাঁর কেমেথোরাপি চলছে। সদ্যই তিনি জানতে পেরেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত। গত জানুয়ারি মাসে তাঁর পেটে একটি সার্জারি হওয়ার পর যে সমস্ত রিপোর্ট এসেছে, তার মাধ্যমেই জানা গিয়েছে, ব্রিটেনের রাজ পরিবারের বধূ আক্রান্ত হয়েছেন ক্যানসারে। উল্লেখ্য, জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন কেট। 

(বিস্তারিত আসছে)