Local trains cancelled in Howrah: হাওড়া লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল রবিবার! চলবে না শিয়ালদার ২টিও, রইল তালিকা

ট্র্যাফিক ব্লকের জন্য রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য রবিবার হাওড়া-বর্ধমান শাখা এবং শিয়ালদা-বর্ধমান শাখায় ১৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ দোলের আগেরদিন যদি আপনার বেরনোর পরিকল্পনা থাকে, তাহলে আগেভাগে দেখে নিন যে কোন কোন ট্রেন বাতিল থাকবে, কোন কোন সময় সেই ট্রেনগুলি ছাড়ার কথা ছিল, সেটার ভিত্তিতেই পুরো তালিকা দেখে নিন।

বর্ধমান থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (মেন লাইন)?

১) ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল: সকাল ১১ টা ২২ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।

২) ৩৭৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল: দুপুর ১ টা ৪০ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।

৩) ৩৭৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল: দুপুর ৩ টে ১৫ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে। 

৪) ৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৪৫ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।

বর্ধমান থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (কর্ড লাইন)?

১) ৩৬৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল: সকাল ১১ টা ৪৮ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে। 

২) ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল: দুপুর ১ টা ৫ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।

৩) ৩৬৮৪২ বর্ধমান-হাওড়া লোকাল: দুপুর ২ টো ২০ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।

আরও পড়ুন: East-West Metro Full Service Start Date: ৭ মাসর মধ্যে মেট্রো ছুটবে হাওড়া ময়দান-সল্টলেক লাইনে, হারাবে কলকাতার ‘গর্ব’-কে

শিয়ালদা থেকে কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল: সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (মেন লাইন)?

১) ৩৭৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল: সকাল ১১ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

২)৩৭৮৩১ হাওড়া-বর্ধমান লোকাল: দুপুর ২ টো ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৩)৩৭৮৩৫ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকাল: দুপুর ২ টো ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

আরও পড়ুন: Rahane’s catch to dismiss Kohli: স্লাইড করে দুর্দান্ত রিলে ক্যাচ রাহানে ও রাচিনের, আউট হয়ে গেলেন বিরাট- ভিডিয়ো

হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (কর্ড লাইন)?

১) ৩৬৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল: সকাল ১০ টা ১৭ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

২) ৩৬৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল: বেলা ১২ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

৩) ৩৬৮৩১ হাওড়া-বর্ধমান লোকাল: দুপুর ২ টো ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

আরও পড়ুন: Rain and storm forecast till 26th March: ঝড়-বৃষ্টি থামছে না বাংলায়! মঙ্গল পর্যন্ত হলুদ সতর্কতা জারি জেলায়-জেলায়, কোথায়?