Stephen Fleming talks about Chennai Super Kings changing room after MS Dhoni captaincy decision

চেন্নাই: টেস্ট অধিনায়কত্ব ছাড়া হোক বা আন্তর্জাতিক অবসর ঘোষণা, মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) বরাবরই নিজের সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে সকলকে চমকে দেন। ফের একবার একই কাণ্ড ঘটালেন তিনি। আইপিএল মরশুম শুরুর ঠিক আগেরদিন হঠাৎ করেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কত্ব রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মাহি। তাঁর এই সিদ্ধান্তে চেন্নাই শিবিরের প্রতিক্রিয়া ঠিক কী ছিল?

৪২ বছর বয়সি ধোনি যে নিজের কেরিয়ারের একেবার শেষপ্রান্তে চলে এসেছেন, তা বলে দিতে বিশেষ কষ্ট করতে হয় না। তবে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) জানান ধোনির এই সিদ্ধান্ত গোটা সিএসকে শিবিরকে বিস্মিত এবং আবেগঘন করে তোলে। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে ধোনির নিজস্বই।

ফ্লেমিং বলেন, ‘গোটা সাজঘরই আবেগঘন ছিল। সবারই চোখে জল ছিল। সবাই খুবই অবাক ছিল। গতবার ও যখন অধিনায়কত্ব ছেড়েছিল, তখন আমরা তেমনভাবে প্রস্তুত ছিলাম না। পাশাপাশি সকলে রুতুরাজের জন্যও করতালি দেয়। ও খুব বেশি কথা বলে না, তবে আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ওর মধ্যে রয়েছে।’

ফ্লেমিংয়ের দাবি দুই বছর আগের থেকে সিএসকে নেতৃত্ব বদলের জন্য এখনও অনেক বেশি প্রস্তুত। ‘দুই বছর আগে আমরা সম্ভবত এমএসে সরে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলাম না। এর ফলে ও আমাদের কোচদের এবং লিডারশিপ গ্রুপের যারা অংশ তাদের ওর বিকল্প খুঁজতে বাধ্য করে। ততদিন পর্যন্ত তো এটা কল্পনাতীত ছিল। তাই আগের ভুলত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা সব চেষ্টা করেছি। আর নেতৃত্ব দেওয়া বা অধিনায়কত্বের জন্য তো সিক্রেট কিছু নেই’ মত ফ্লেমিংয়ের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: দক্ষিণী ডার্বি দিয়ে শুরু, ফাফের আরসিবি কি পারবে চিপকে ১৫ বছরের ‘অভিশাপ’ ঘোচাতে?

আরও দেখুন