গার্ডেনরিচ কাণ্ডের ৫ দিন পর তদন্ত কমিটি গড়ল KMC, ৭ দিনে রিপোর্ট দেওয়ার নির্দেশ

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার পাঁচদিন পর তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারই লালবাজার থেকে চিঠি গিয়েছে কলকাতা পুরসভা। ১৩৪ নম্বর ওয়ার্ডের ওই অবৈধ নির্মাণটি নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তার মধ্যে এই তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা।

সাত সদস্যের এই তদন্ত কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। তাঁর নেতৃত্বে কমিটির ছয় জন সদস্য এই বিপর্যয় কারণ অনুসন্ধান করবেন। এই ৬ জন প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও। এছাড়া রয়েছেন কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী। পুর কমিশনার ধবল জৈন নির্দেশ দিয়েছেন সাত দিনের মধ্যে এই কমিটি মেয়রের কাছে রিপোর্ট জমা দেবে।

আরও পড়ুন। শিয়ালদা মেন লাইনে ৯৪ লোকাল ট্রেন বাতিল সোমবার! কোন সময় ছাড়ে? রইল পুরো তালিকা

প্রসঙ্গত, দুর্ঘটনার পর দিনই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি বাড়িটিকে বেআইনি বলে জানান। তারপর মেয়র বেআইনি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় হন। শোকজ করা হয় পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে। কিন্তু তখনও পর্যন্ত কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। শনিবারই লালাবাজার থেকে চিঠি যায় কলকাতা পুরসভায়। গঠন করা হয় তদন্ত কমিটি। 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই তদন্ত কমিটি দেখবে জমিটি কার নামে ছিল, কোনও হস্তান্তর হয়েছিল কিনা. যে মাপের বহুতল করা হচ্ছিল তা বহন করা জমির পক্ষে যথেষ্ট কিনা। এছড়া অভিযোগ উঠেছে পুকুর বুজিয়ে বহুতলটি করা হচ্ছিল। তা কী ভাবে করা হচ্ছিল সেটাও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। বিল্ডিং প্ল্যানকে দিয়েছিল তাও খতিয়ে দেখবে তদন্তকারী দলের সদস্যরা। এ ছাড়া দমকল, সিইএসসি, কলকাতা পুরসভা থেকে বিল্ডি প্ল্যান অনুমোদন পেয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন। দোলে পথকুকুরের গায়ে রঙ দিলেই কড়া ব্যবস্থা, গলি থেকে বহুতল নজর রাখবে লালবাজার

জানা গিয়েছে, নির্মিয়মান ওই বহুতলটির একাধিক ফ্ল্যাট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। কী দামে বিক্রি হয়েছিল, বিক্রি করা পদ্ধতিও সঠিক ছিল কিনা তাও তদন্তকারী কমিটি খতিয়ে দেখবে।