‘‌রাজনৈতিক প্রতিহিংসায় এই তল্লাশি’‌, আয়কর দফতর বাড়ি থেকে যেতেই মন্তব্য স্বরপের

এটাই বোধহয় দীর্ঘতম তল্লাশি অভিযান। লোকসভা নির্বাচন আসতেই সক্রিয় হয়ে উঠেছে ইডি–সিবিআই–আয়কর দফতর। এই রাজ্যে তিন কেন্দ্রীয় সংস্থাই নেমে পড়েছে। মন্ত্রী থেকে মন্ত্রীর ভাই সবার বাড়িতে হানা দিচ্ছে তারা। সুতরাং নির্বাচনের প্রাক্কালে বাংলায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এবার টানা ৭২ ঘণ্টার তল্লাশি অভিযান চলল খাস কলকাতায়। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেই এই দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর। আজ, শনিবার সকালে সেখান থেকে চলে গেলেন আয়কর দফতরের কর্তারা। এরপর ইডি এলেও আশ্চর্যের কিছু নেই বলে মনে করছেন বিশ্বাস পরিবারের সদস্যরা।

এদিকে একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বহু নেতা–মন্ত্রীকে গারদে পুড়েছে ইডি–সিবিআই। যদিও এখনও কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি। এবার শুরু হয়েছে বীরভূমে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়ে। তারপর আসা হয় স্বরপ বিশ্বাসের বাড়ি। টানা তিনদিন তল্লাশি চালাল আয়কর দফতর। শনিবার ভোরে বেরিয়ে গেলেন আয়কর দফতরের অফিসাররা। কিন্তু এই তিন দিন ধরে তল্লাশি চালিয়ে কী পেলেন তাঁরা?‌ উঠছে প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‌কী কারণে তল্লাশি করা হল সেই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। যা যা দেখতে চেয়েছেন অফিসাররা, জানতে চেয়েছেন সব জানানো হয়েছে এবং সহযোগিতা করেছি। আমার বাড়ি থেকে কোনও টাকা, কোনও গয়না বা কোনও কাগজ বাজেয়াপ্ত করা হয়নি।’‌

আরও পড়ুন:‌ লাল রঙের ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত, প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ

অন্যদিকে ইডি–সিবিআইও এখন সক্রিয় বাংলায়। এই বারবার ইডি–সিবিআইয়ের আসা নির্বাচনের আগে এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবেই দেখছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে দেদার প্রতিক্রিয়াও দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আর এই আয়কর দফতরের তল্লাশির পিছনে রাজনৈতিক অভিসন্ধিই দেখতে পাচ্ছেন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর বক্তব্য, ‘‌রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়েই এই তল্লাশি অভিযান। সারা দেশজুড়ে তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হয়েছে। যাতে বিরোধীদেরকে ভয় পাইয়ে দেওয়া যায়।’‌

এছাড়া এখন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। সুতরাং আদর্শ আচরণ বিধি মেনেই চলতে হচ্ছে রাজনৈতিক নেতা–নেত্রীদের। তার মধ্যেই নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। গত ২০ মার্চ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর দফতরের অফিসাররা। নিউ আলিপুরের বাড়িতে চলে তিনদিন ধরে লাগাতার তল্লাশি। স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। তাই এই হানা। স্বরূপ বিশ্বাসের বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।