Arvind Kejriwal latest:’প্রয়োজনে জেল থেকে সরকার চালাব’, বললেন কেজরি, আবগারি দুর্নীতি মামলায় ৬ দিনের বিচারবিভাগীয় হেফাজত

আবগারি দুর্নীতি মামলায় ২৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাখার নির্দেশ দিল দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা। লোকসভা ভোটের আগে তাঁর গ্রেফতারি ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়।

এদিকে, শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘ জেলের ভিতরে হোক বা বাইরে, আমার জীবন উৎসর্গ দেশের জন্য।’ দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন কেজরিওয়াল। উল্লেখ্য, আগামী ২৫ মার্চ রয়েছে হোলি। আর এই রঙের উৎসবের আগে, এল বড় নির্দেশ। স্বভাবতই কেজরিওয়ালকে আপাতত ৬ দিন থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে। ফলে হোলি উৎসব জেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত কেজরিওয়ালের আগে, এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হয়েছেন ইডির হাতে। জানা যাচ্ছে, কেজরিওয়ালকে ১০ দিন হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল ইডি। সেখান থেকে তাঁকে ৬ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় কোর্ট।

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির তরফে একাধিক সমন গিয়েছিল কেজরিওয়ালের কাছে। শেষমেশ ২১ মার্চ গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর গোটা দেশে আম আদমি পার্টির সমর্থকরা প্রতিবাদে শামিল হন। ইতমধ্যেই প্রতিবাদ মিছিল থেকে দিল্লির মন্ত্রী অতশী ও সৌরভ ভরদ্বাজকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, কেজরিওয়ালের গ্রেফতারির পর সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি একটি টুইটে লেখেন, বেছে বেছে মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে, ইডি ও সিবিআই দিয়ে। উল্লেখ্য, কেজরিওয়ালের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গ্রেফতার হয়েছেন এক দুর্নীতি মামলায়। 

এদিকে, কেজরিওয়ালকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ২৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ কোর্ট দিতেই, তাঁকে একাধিক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। সাংবাদিকরা জানতে চান, তাঁর জেলবন্দি দশায় দিল্লির মুখ্যমন্ত্রিত্বে কি তিনি থাকবেন? কেজরিওয়াল সাফ জানিয়েছেন,’মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেব না। প্রয়োজনে জেল থেকে সরকার চালাব।’ এদিকে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কোর্টে ইডি জানিয়েছে, ২০২২ সালে গোয়া নির্বাচনের সময় দিল্লির আবগারি দুর্নীতি মামলার সূত্র কিছুটা সামনে আসে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতের সওয়াল জবাব পর্বে বলেন, আবগারি নীতি প্রণয়নে কেজরিওয়াল সরাসরি জড়িত ছিলেন। উল্লেখ্য, এই মামলায় সদ্য বিআরএস নেত্রী কে কবিতাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে নিয়ে দিল্লি পৌঁছয় ইডি।