Conman Sukesh on Arvind Kejriwal:‘তিহাড় জেলে ওঁকে স্বাগত’, কেজরির ‘কীর্তি’ ফাঁসের হুঁশিয়ারি ‘কনম্যান’ সুকেশের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমস্ত ‘কীর্তি’ ফাঁস করে দেবেন। হুঁশিয়ারি দিলেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। সেইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে রাজসাক্ষী হতেও তৈরি আছেন বলে দাবি করেছেন ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে পেশ করার সময় ‘কেজরিওয়াল এবং তাঁর টিমের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যাব আমি। ওঁর কীর্তি ফাঁস করে দেব আমি। উনি যাতে শাস্তি পান, সেটা আমি নিশ্চিত করব।’ শুধু তাই নয়, সুকেশ দাবি করেন যে কেজরিওয়ালের বিরুদ্ধে যা যা তথ্যপ্রমাণ আছে, সব জমা দিয়েছেন। তাঁর কথায়, ‘সব প্রমাণ জমা দেওয়া হয়েছে। সত্যের জয় হয়েছে। তিহাড় জেলে ওঁনাকে স্বাগত জানাচ্ছি।’

যে তিহাড় জেলে কেজরিওয়ালকে স্বাগত জানিয়েছেন, সেই জেলেই আপাতত ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় বন্দী আছেন সুকেশ। রেলিগারে এন্টারপ্রাইজের প্রাক্তন প্রোমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংকে ঠকানোর অভিযোগ উঠেছে সুকেশের বিরুদ্ধে। অভিযোগ, কেন্দ্রীয় সরকারি অফিসার সেজে স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অদিতির থেকে টাকা নিয়েছিলেন সুকেশ এবং তাঁর সাঙ্গপাঙ্গরা। যে সুকেশের বিরুদ্ধে জেলে রীতিমতো বিলাসবহুল জীবনযাপনেরও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Sunita reads Kejriwal message:দুনিয়ায় এমন কোনও জেল নেই যা আমায় বন্দি করে-বার্তা কেজরিওয়ালের, পড়ে শোনালেন স্ত্রী সুনীতা

আর এই প্রথমবার কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খুললেন না সুকেশ। গত বছর জেল থেকে চিঠি লিখে সুকেশ দাবি করেছিলেন যে কেজরিওয়ালের বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি টাকা দিয়েছিলেন। শুধু তাই নয়, সুকেশ দাবি করেছিলেন যে তাঁর থেকে ১০ কোটি টাকা নিয়েছিলেন একাধিক আপ নেতা এবং অন্যান্য কারা আধিকারিকরা। আর সুকেশকে ভারতের সবথেকে বড় ঠগবাজ বলে দাগিয়ে দেওয়ার কোনও অধিকার নেই কেজরিওয়ালের। সুকেশ বলেছিলেন, ‘আগে নিজের দিকে দেখুন। জনগণের টাকা লুঠ করা এবং দুর্নীতির জন্য আপনার তিনজন প্রধান সহকর্মী জেলে আছেন। যে কোনও সময় আপনিও তিহাড় ক্লাবের সদস্য হয়ে যাবেন। আপনিই হলেন মাস্টারমাইন্ড।’

আরও পড়ুন: Trains cancelled in Sealdah on 25th March: শিয়ালদা মেন লাইনে ৯৪ লোকাল ট্রেন বাতিল সোমবার! কোন সময় ছাড়ে? রইল পুরো তালিকা

আর সুকেশের সেই মন্তব্যের কয়েক মাস পরেই দিল্লি আবগারি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার রাতে গ্রেফতারির পরে শুক্রবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়। আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও স্ত্রীয়ের মাধ্যমে বার্তা দিয়ে কেজরিওয়াল বলেছেন, ‘আমি (জেলের) ভিতরে থাকি বা বাইরে থাকি, আমি দেশের সেবা করতে থাকব। আমি জীবনের প্রতিটি সেকেন্ডে এবং আমার শরীরের প্রতিটি অংশ দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি।’

আরও পড়ুন: ‘আমাদের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল…’ কেজরি ইস্যুতে জার্মানির মন্তব্যে দূতাবাসের আধিকারিককে তলব MEA-র