CSK captain Ruturaj Gaikwad says he never felt any pressure of captaincy after beating RCB IN IPL 2024 opener

কলকাতা: ঘরের মাঠ মরশুমের প্রথম ম্যাচ, তাও আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সদ্যই মহেন্দ্র সিংহ ধোনির জুতোয় পা গলানো রুতুরাজ গায়কোয়াড়ের দিকে কিন্তু কালকের ম্যাচে সমস্ত লাইমলাইট ছিল। শুরুটা কিন্তু ভালভাবেই করলেন রুতু। রচিন রবীন্দ্র ও শিবম দুবের ব্যাটিং এবং মুস্তাফিজুর রহমানের অনবদ্য বোলিংয়ে ভর করে ছয় উইকেটে আরসিবিকে হারায় চেন্নাই সুপার কিংস। 

অনেকেই মনে করছিল আইপিএলের সফলতম অধিনায়ক ধোনির থেকে নেতৃত্বের দায়ভার নেওয়ায় রুতুর উপর বাড়তি চাপ থাকবে, তাঁর এবং দলের পারফরম্যান্সকে সবসময় আতস কাঁচের তলায় রাখা হবে। তবে ম্যাচ শেষে কিন্তু সিএসকে অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন যে অধিনায়কত্বের জন্য আলাদা কোনও চাপ তিনি অনুভব করেন না। রুতু বলেন, ‘আমি দলকে নেতৃত্ব দেওয়াটা সবসময়ই উপভোগ করেছি, কখনই বাড়তি বোঝা হিসাবে মনে করিনি। অধিনায়কত্বের চাপ সামলানোর অভিজ্ঞতা আমার আছে। আর মাহি ভাইও তো রয়েইছেন।’

রুতুর মতে তাঁর দল ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছিল এবং সিএসকে শেষটাও খুব ভালভাবে করেছে। ‘শুরুর দুই, তিন ওভার বাদে আমরা গোটা সময়ই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। ১০-১৫ রান কম হলেও আরও খুশি হতাম, কিন্তু আমার মতে ওরা শেষের দিকে ভাল খেলেছিল। ম্যাক্সওয়েল এবং ফাফের (ডু প্লেসি) উইকেট পরপর তুলে নেওয়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট আমার মতে। আমদের দ্রুত তিনটি উইকেট তুলে নেওয়াটা আমাদেরকে ম্যাচের রাশ হাতে তুলে নিতে সাহায্য করে।’ মত রুতুরাজের।

এদিন আরসিবি হারলেও বিরাট কোহলি কিন্তু নতুন নজির গড়ে ফেললেন। শুরুতে বলই পাচ্ছিলেন না। ফাফ ডু প্লেসি প্যাভিলিয়নে ফিরতে ধীরে ধীরে নিজেকে সেট করছিলেন ক্রিজে। কিন্তু এরইমধ্যে মুস্তাফিজুর রহমনের একটি স্লোয়ার ডেলিভারিতে বাউন্ডারি লাইনে রাহানের দুরন্ত ফিল্ডিংয়ের সামনে আউট হতে হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু তার মধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক অনন্য রেকর্ড গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১২ হাজার রান পূরণ করলেন বিরাট। এই ম্য়াচে নামার আগে মাত্র ৬ রান দূরে ছিলেন বিরাট। এই ৬ রান করার পথে সিঙ্গলস নিয়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। তবে ২১ রানের বেশি করতে পারেননি ‘কিং কোহলি’।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: কোন চার বিদেশি, প্রথম ম্যাচের আগে রহস্যের জাল বুনছে কেকেআর শিবির

আরও দেখুন