Holi 2024 Best Wishes images quotes whatsapp status in bengali

কলকাতা: দোল পূর্ণিমার উৎসব মানেই একরাশ আনন্দ। পরিচিত সবাই একসঙ্গে এক জায়গায় এই দিন জড়ো হন। পরস্পর পরস্পরকে আবির মাখান। রং নিয়ে তুমুল হইহুল্লোড়, খেলাধুলো চলে। এই দিন ছোটটা গুরুজনদের পায়ে আবির দেন। বড়রা ছোটদের আশীর্বাদ করেন। এছাড়াও সমবয়সীরা পরস্পরের সঙ্গে রং খেলার উন্মাদনায় মেতে ওঠে। এই আনন্দের দিনটি একটি শুভেচ্ছাবার্তা দিয়ে শুরু না হলে যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই দোল উৎসবের শুভ লগ্নে আপনার পরিচিত মানুষজনদের পাঠিয়ে দিতে পারেন দিনটির শুভেচ্ছা বার্তা। কিছু বাছাই করা শুভেচ্ছা বার্তা আপনার জন্যই থাকল এই প্রতিবেদনে। 

প্রিয়জনদের জন্য দোল উৎসবের শুভেচ্ছাবার্তা (Holi 2024 wishes)

  • দোল পূর্ণিমার নির্মল আকাশে রঙের খেলা শুরু আজ। এই দিনের মতোই জীবনেও অনেক রং আসুক। শুভ দোলযাত্রা।
  • আমার প্রত্যেকেই চাই আমাদের ভালবাসার মানুষগুলির জীবন রঙে পরিপূর্ণ হয়ে উঠুক । আজ দোলের দিন তোমার প্রতি তেমনই শুভকামনা রইল আমার তরফে। শুভ দোলযাত্রা।
  • দোল উৎসব মানেই আনন্দের উদযাপন, রঙের উদযাপন। আর এই রং ও আনন্দের হাত ধরে জীবন হয়ে উঠুক আরও উজ্জ্বল। কাছের মানুষ হিসেবে এমনটাই কামনা করি। শুভ দোলযাত্রা।
  • আজ দোলে রং খেলার সময় তোমার মুখে যে হাসি ছিল সেই হাসি যেন দিনের পর দিন অটুট থাকে। এমনটাই কামনা করি প্রিয়জন হিসাবে।‌ শুভ দোলযাত্রা।
  • আবির খেলার মধ্য দিয়ে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হোক‌। এমনটাই ঈশ্বরের কাছে কামনা করি, শুভ দোলযাত্রা।
  • দোলের মতো উৎসবের দিন প্রিয়জনদের শুভেচ্ছা না জানালে যেন অসম্পূর্ণ থেকে যায় আনন্দ করাটা। তোমার জীবনের দোলের রঙের মতো সুন্দর হয়ে উঠুক এমনটাই কামনা করি। শুভ দোলযাত্রা।
  • দোলের এক একটা রং যেন একেক রকম আনন্দের প্রতীক এই সবকটি আনন্দে তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। দোল পূর্ণিমার শুভলগ্নে এমনটাই কামনা করি শুভ দোলযাত্রা।
  • দোলযাত্রা মানে পরিচিত মানুষের কাছাকাছি আসা। কিছুক্ষণের জন্য হলেও পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা‌। এভাবেই আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক যেন অটুট থেকে যায়। শুভ দোলযাত্রা।

আরও পড়ুন – Holi 2024 Health Tips: দোলে অবলা প্রাণীদের রং দেওয়া কেন উচিত নয় ? কী হয় এতে ?

আরও পড়ুন – Holi 2024: দোলে আরামদায়ক পোশাকই করে তুলবে আকর্ষণীয়, রইল ফেস্টিভ স্পেশাল টিপস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন