Kejriwal arrested by ED: ‘দুর্নীতি মুক্ত ভারত’-র ডাক দিয়ে রাজনীতিতে উত্থান, সেই কেজরিকেই গ্রেফতার করল ED

‘দুর্নীতি মুক্ত ভারত’-র ডাক দিয়ে রাজনীতিতে উত্থান হয়েছিল। আবগারি মামলায় গ্রেফতার করা হল সেই অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিষয়টি নিয়ে আপাতত কেন্দ্রীয় সংস্থার তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আম আদমি পার্টির (আপ) নেতা অতিশি এবং সৌরভ ভরদ্বাজরা জানিয়েছেন যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন অতিশি। তিনি বলেন, ‘ইডি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, তা খারিজ করতে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আজ রাতেই যাতে শুনানি হয়, সেই আর্জি জানানো হয়েছে।’

এমনিতে আজ যে কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে, সেই ইঙ্গিতটা সন্ধ্যা থেকেই মিলছিল। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই একেবারে সবরকমের প্রস্তুতি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ইডি আধিকারিকরা। বাসভবনের বাইরে পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়। তল্লাশি চালানো হয় তাঁর বাসভবনে। জিজ্ঞাসাবাদও করা হয় বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: Congress candidates in WB Lok Sabha: বাংলার ৮ আসনে প্রার্থী দিল কংগ্রেস! পাঠানের বিরুদ্ধে অধীরই, কলকাতা উত্তরে প্রদীপ

সেই খবর পেয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হতে থাকেন আপ কর্মী-সমর্থকরা। চলে আসেন দিল্লি সরকারের মন্ত্রী ও আপের শীর্ষনেতারা। তাঁরাই বলতে থাকেন যে কেজরিওয়ালকে গ্রেফতার করতেই এসেছে ইডি। আপ বিধায়ক সঞ্জীব ঝা তো এককদম এগিয়ে বলে দেন যে ‘বিজেপি সরকার এবং ইডির পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। সরকার চালানোর জন্য অরবিন্দ কেজরিওয়ালকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন মানুষ। উনি সরকার চালাতে থাকবেন। তাঁকে যদি গ্রেফতার করা হয়, তাহলে জেল থেকেই সরকার চলবে।’

তাঁর সেই মন্তব্যের কিছুক্ষণ পরেই আপের নেতারা দাবি করতে থাকেন যে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। অতিশি বলেন, ‘আমরা খবর পাচ্ছি যে অরবিন্দ কেজরিওয়ালজি’কে গ্রেফতার করে নিয়েছে ইডি। যে সংখ্যক পুলিশকর্মী এবং যে সংখ্যক আধা-সামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছিল, তা থেকে এটা স্পষ্ট ছিল যে আজই তাঁকে গ্রেফতার করতে এসেছে ইডি। কেজরিওয়ালের গ্রেফতারি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ষড়যন্ত্র।’

আরও পড়ুন: ‘নিউ এজ’ প্রচার, বিজেপির বিরুদ্ধে ‘শপথ নেওয়ার’ বিশেষ পোর্টাল আনল তৃণমূল

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীজি যদি কোনও নেতাকে ভয় পান, তিনি হলেন অরবিন্দ কেজরিওয়াল। দু’বছর ধরে এই মামলা চলছে। কিন্তু এক টাকাও পায়নি ইডি বা সিবিআই। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পুরোপুরি ষড়যন্ত্র। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে কেজরিওয়াল কোনও সাধারণ ব্যক্তি নন। অরবিন্দ কেজরিওয়াল হলেন একটা বিচারধারা। একজন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সেই বিচারধারা শেষ করে দেওয়া যাবে না।’

যদিও ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। গৌরব ভাটিয়া বলেছেন, ‘চূড়ান্ত অসৎ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে আনন্দিত হয়েছেন ভারত এবং দিল্লির মানুষ। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আবগারি মামলার কিংপিং হলেন অরবিন্দ কেজরিওয়াল।’ উল্লেখ্য, ২০২১-২২ সালের আবগারি মামলায় আপ নেতারা ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। কেজরিওয়ালের আগে সেই মামলায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং এবং ভারত রাষ্ট্রীয় সমিতি কে কবিতাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: Arvind Kejriwal: দিল্লির মুখ্য়মন্ত্রীকে কেন গ্রেফতার করল ইডি? তাঁর বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী?