KKR vs SRH IPL 2024 Kolkata Knight Riders left question mark over selection of four foreign players for match against Sunrisers Hyderabad

সন্দীপ সরকার, কলকাতা: আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মিচেল স্টার্ক আর রহমানউল্লাহ গুরবাজ়।

নাকি, রহমানউল্লাহ গুরবাজ়ের পরিবর্তে ইংল্যান্ডের হয়ে দুরন্ত ছন্দে থাকা ফিল সল্ট? আচ্ছা, পিচে যেরকম সবুজ আভা, নারাইনকে বসিয়ে প্রথম ম্যাচে গুরবাজ়-সল্ট ব্রহ্মাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করা হবে না তো? বা অন্য কোনও চমক?

শনিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) বিরুদ্ধে ম্য়াচ দিয়ে আইপিএলে (IPL 2024) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচ দেখতে আসছেন শাহরুখ কিংগ খান। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস লাগোয়া বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনিতে শনিবার থাকবে শাহরুখ শো। কেকেআরের প্রত্যেকটি চার-ছক্কার সঙ্গে উড়ে আসবে শাহরুখের চুম্বন। রুদ্ধশ্বাস শেষ ওভারে রিঙ্কু সিংহের ব্যাটের প্রহার দেখে কে বলতে পারে তিনি, বলিউডের বাদশা ব্যালকনির রেলিং বেয়ে উঠে দুহাত ছড়িয়ে দেবেন না? ইডেন দর্শক তো কেকেআর নিয়ে এই আবেগপ্রবণ নায়ককে দেখেই অভ্যস্ত। ইডেনে কেকেআর ম্যাচের বাড়তি প্রাপ্তি মেজাজে থাকা শাহরুখ।

সেই ম্যাচে প্রথম একাদশ নিয়ে রহস্যের জাল বুনছে নাইট শিবির। বিশেষ করে কোন চার বিদেশি ক্রিকেটারকে খেলানো হবে, তা নিয়ে রাখা হচ্ছে ধন্দ। সবচেয়ে বেশি ধাঁধা তৈরি হয়েছে গুরবাজ় ও সল্টের মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে।

কেকেআরের একাদশে তিন বিদেশির খেলা কার্যত নিশ্চিত। রেকর্ড অর্থে কেনা স্টার্ক খেলছেনই। সঙ্গে ক্যারিবিয়ান জুটি – অলরাউন্ডার রাসেল ও বিস্ময় স্পিনার নারাইনও একপ্রকার নিশ্চিত। বেশি করে চর্চার কেন্দ্রে তাই একটাই প্রশ্ন, গুরবাজ় না সল্ট? নাইট নেতা শ্রেয়স আইয়ারকে শুক্রবার, ম্যাচের আগের দিন সরাসরিই প্রশ্ন করা হল, কাকে খেলাবেন? শ্রেয়স মুচকি হেসে বলে দিলেন, ‘ওটা আমাদের স্ট্র্যাটেজির অঙ্গ। এভাবে বলা যায় না। এখনও চূড়ান্ত হয়নি। ম্যাচের আগে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুজনই ভাল ক্রিকেটার।’

ঘটনা হচ্ছে, গতবার আইপিএলে কেকেআরের হয়ে ওপেন করে ভরসা দিয়েছিলেন গুরবাজ়। শারজায় সদ্য আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে সেঞ্চুরি করে এসেছেন। আফগানিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে হাফ ডজন সেঞ্চুরির মালিক গুরবাজ়। অন্যদিকে, সল্টও ছন্দে। টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন। প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন ইংরেজ ক্রিকেটার।

শোনা গেল, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেন্টর গম্ভীর। হাজার হোক, স্বয়ং মালিক শাহরুখ যে তাঁকে দলের দায়িত্ব নিতে রাজি করিয়েছেন। বল এখন গৌতির কোর্টে।

আরও পড়ুন: পিঠের ব্যথা কমেছে? ফিটনেস নিয়ে বিরাট আপডেট দিলেন কেকেআর অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন