Women playing holi inside metro video: ‘গালে গাল, মুখে মুখ ঘষে, অন্যের উপরে শুয়ে মেট্রোয় দোল খেলল ২ যুবতী’, শুরু তদন্ত

গালে গাল, মুখে মুখ ঘষে, অন্যের উপরে শুয়ে মেট্রোয় ‘দোল’ খেলছেন দুই যুবতী- সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটিজেনরা দাবি করেছেন যে দিল্লির মেট্রোর দৃশ্য সেটি। যদিও ওই ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ওই ভিডিয়োটি যাচাই করে দেখা হচ্ছে। ভিডিয়োটি আদৌও আসল নাকি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়ানো হয়েছে, তা তদন্ত করে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে ‘প্রাথমিকভাবে মেট্রোর ভিতরে এই ভিডিয়ো শ্যুট করা হয়েছে কিনা, সেটা নিয়েও সন্দেহ আছে। কারণ ওই ভিডিয়ো তৈরির জন্য ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে (বলে মনে করা হচ্ছে)।’ তবে মেট্রোর সন্দেহ ঠিক কিনা, তা বিস্তারিত তদন্তের পরই বোঝা যাবে।

আরও পড়ুন: ছোটবেলার ছবিকে নীলছবি বলে মার্ক করল গুগল, আদালতে টেনে নিয়ে গেলেন ব্যক্তি

এমনিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রোর মধ্যে রিল বানানো বা এমন কোনও কাজ করা থেকে বিরত থাকার জন্য লাগাতার প্রচার করা হয়, যা অন্য যাত্রীদের সমস্যার মুখে ফেলতে পারে। লাগাতার সচেতনতামূলক প্রচারও চালানো হয়। যদিও অনেকেই যে সেই বিষয়টি কানে তোলেন না, তা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘এরকম কোনও জিনিসের শ্যুট করা হচ্ছে দেখলেই যাতে আমাদের কাছে অভিযোগ জানানো হয়, সেজন্য আমরা যাত্রীদের কাছে আর্জি জানিয়েছি।’

আরও পড়ুন: Bizarre News: লুকিয়ে স্ত্রী আর তাঁর বসের কথা শুনতেন স্বামী, সেখান থেকেই আয় হল ২৩ কোটি

কোন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে?

দোলের ঠিক আগেই ওই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) একটি মেট্রোর মধ্যে অনেক যাত্রী বসে আছেন। মেট্রোটা মোটামুটি ফাঁকাই ছিল। আর দরজার সামনে যে জায়গা থাকে, সেখানে বসে দুই যুবতীকে ‘দোল’ খেলতে দেখতে যায়। তাঁদের সামনে একটি জায়গায় রং রাখা ছিল। আর তাঁরা একে অপরের গালে গাল ঘষে, মুখে মুখ ঘষে ‘দোল’ খেলছেন। একটা সময় তাঁদের একে অপরের উপরে শুয়ে পড়তেও দেখা গিয়েছে।

আর যেদিকে ওই যুবতী ‘দোল’ খেলছিলেন, সেদিকে তাকিয়ে কয়েকজন যাত্রীকে হাসতে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সেই ভিডিয়ো দেখে হাসাহাসি শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ-কেউ আবার বিরক্ত হয়ে যুবতীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তুলেছেন। সেই প্রেক্ষিতে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Orry-Chris Gayle: ছাড়লেন না ক্রিকেটারকেও! ক্রিস গেইলের বুকে হাত রেখে ছবি দিলেন ওরি, ‘এরপর কার পালা?’