Bangla Jokes Collection: রবিবার দুপুর দুপুর পড়ে নিন মনভালো করা ৫ জোকস, ছুটির মজা দ্বিগুণ বেড়ে যাবে

১। এক ব্যক্তি পাঞ্জাবির কাপড় কিনে এলাকার এক দর্জির দোকানে এল। দর্জিকে কাপড় দিয়ে বলল, ‘পুজোর আগে দিতে পারবেন?’

‘তা পারব, তবে কাপড় আরও বেশি লাগবে।’

ব্যক্তি সেই দোকান থেকে কাপড় ফেরত নিয়ে এলাকার অন্য দর্জির কাছে দিল। ডেলিভারি নেওয়ার সময় সে দেখল, ছোট একটা ছেলে তারই মতো পাঞ্জাবি পরে দর্জির টেবিলের ওপর বসা।

ব্যক্তিকে তাকিয়ে থাকতে দেখে দর্জি বলল, ‘আমার ছেলে। আপনার পাঞ্জাবি বানানোর পর কাপড় কিছুটা বেঁচে গিয়েছিল, তা দিয়ে ওর জন্য একটা পাঞ্জাবি বানালাম।’

ব্যক্তি তার পাঞ্জাবি হাতে নিয়ে আগের দোকানটায় এল।

‘কী দাদা, আপনি তো বলেছিলেন আরও কাপড় লাগবে। আর দেখুন আপনার পাশের দোকানদার এই কাপড়ে আমার পাঞ্জাবি তো বানিয়েছেই, তার ছেলের জন্যও বানিয়েছে।’ 

দর্জি তার হাতের কাজ রেখে বলল, ‘ওর ছেলের বয়স পাঁচ বছর। আর আমার ছেলের ১৮, কাপড় তো বেশি লাগবেই।’

(আরও পড়ুন: সপ্তাহ তো শেষ হয়েই এল, উইকেন্ড কাটুক মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ—বড্ড মেয়ে ঘেঁষা। আমি সংশোধনের চেষ্টা করছি।

ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।

মা রিপোর্টের নীচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।

(আরও পড়ুন: কাজের শুরুতে হাসি মাস্ট! মন ভালো থাকলেই দিনটি কাটবে দারুণ, পড়ে নিন সেরা ৫ জোকস)

৩। পল্টু গেছে এক পরামর্শকের কাছে।

পল্টু: স্যার, পড়তে বসলেই আমার শুধু ঘুম আসে।

পরামর্শক: তোমাকে ধ্যান করতে হবে। শোনো, পড়ার আগে আসন গেড়ে বসবে। চোখ বন্ধ করবে। কল্পনা করবে, তুমি একটা সবুজ মাঠে দাঁড়িয়ে আছ। মাঠের শেষে একটা বাড়ি। তোমার মনের বাড়ি। মনের বাড়িতে প্রবেশ করবে। দেখবে সুন্দর ঝরনা। নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াবে। দেখবে, একদম ঝরঝরে লাগছে। ঘুম দূর হয়ে যাবে…

পল্টু: ধুত্তোরি! আপনার কাছে আসাই ভুল হয়েছে। এত কিছু না করে আধঘণ্টা ঘুমিয়ে নিলেই হয়!

(আরও পড়ুন: কাজ শেষ? এবার তাহলে মন খুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, রাতটা হোক আনন্দের)

৪। মালিক : আচ্ছা, দোকানে যে পচা ঘি ছিল সেটা কে কিনেছে?

কর্মচারী: শ্যামলবাবু কিনেছেন। 

মালিক : পচা আটা, পচা ডিম আর মেয়াদ পেরিয়ে যাওয়া মশলার গুঁড়ো?

কর্মচারী : সেগুলিও শ্যামলবাবুই নিয়েছেন।

মালিক : অ্যাঁ!

কর্মচারী : কেন! কী হয়েছে?

মালিক : তুই করেছিস কী? আরে, আজ তো শ্যামলবাবুর বাড়িতেই আমার নিমন্ত্রণ রয়েছে। 

(আরও পড়ুন: সকাল সকাল হাসলে মন ভালো হয়, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে)

৫। ক্রেতা: তোমাদের ম্যানেজারকে ডাকো। এ রকম পচা মুরগির ঝোল আমি খেতে পারব না।

ওয়েটার: ম্যানেজারকে ডেকে কোনেও লাভ নেই। তিনিও পচা মুরগির ঝোল খেতে পারেন না।