Bengaluru Viral News: জানলা খোলা রেখে কেন ঘনিষ্ঠতায় মত্ত নবদম্পতি? প্রশ্ন তুলে প্রতিবেশী গেলেন থানায়

গত কয়েক দিনে একের পর এক ঘটনার জেরে শিরোনাম কেড়েছে বেঙ্গালুরু। কোথাও গাড়ি পার্কিংয়ের জন্য মারপিট, কোথাও মেট্রো স্টেশনের গার্ডের আপত্তিকর কাণ্ড বারবার খবরে এনেছে প্রযুক্তিনগরীকে। এছাড়াও বেঙ্গালুরুর জলসংকট ইস্যু দখল করেছে খবরের কাগজের পাতা। এরই মাঝে রয়েছে আরও এক খবর। এবার এক এফআইআর-এর খবর। এফআইআর-এ অভিযোগ করা হয়েছে এক নবদম্পতির বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা জানলা খুলে সঙ্গমে মত্ত ছিলেন, আর সেই ঘটনা নিয়েই দায়ের হয়েছে এফআইআর।

ঘটনা বেঙ্গালুরুর গান্ধীনগরের অভলাহাল্লির। সেখানে আর চার পাঁচজন নবদম্পতির মতো এক নব বিবাহিত দম্পতি ঘনিষ্ঠ হচ্ছিলেন নিজের বাড়িতে। সেই সময় খোলা ছিল জানলা। আর কেন জানলা খোলা অবস্থায় এভাবে ঘনিষ্ঠ হবেন তাঁরা? এই প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছেন এক প্রতিবেশী। এখানেই শেষ নয়, জানলা খোলা অবস্থায় তিনি ঘনিষ্ঠ অবস্থান একজন প্রত্যক্ষদর্শীও বটে। জানা গিয়েছে, ঘটনায় খুবই বিরক্ত হন ওই মহিলা। ৪৪ বছরের ওই মহিলা নবদম্পতির বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ তুলে সোজা দ্বারস্থ হন পুলিশের কাছে। ওই নব দম্পতি জানলা বন্ধ না করে নিজের ঘরে ঘনিষ্ঠতায় লিপ্ত হওয়ার ঘটনা ৪৪ বছরের ওই মহিলা দেখেছেন বলে খবর। তারপরই আইনিভাবে পদক্ষেপ করার কথা ভাবেন এই মহিলা। ফলে দ্বারস্থ হন পুলিশের। গত ৮ মার্চ এই ঘটনার এফআইআর দায়ের হয়েছে। সেই দিন বেঙ্গালুরুর গিরিনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। 

( Shiv Shakti Point: নামকরণ মোদীর, চন্দ্রযান ৩-র ল্যান্ডিং পয়েন্ট ‘শিবশক্তি’ নামকে মান্যতা দিল আন্তর্জাতিক মঞ্চ)

৪৪ বছর বয়সী মহিলার দাবি, তিনি ওই দম্পতিকে জানলা বন্ধ রাখার কথা বলেছিলেন। তবে তাতে ওই দম্পতি সাড়া দেওয়া তো দূরের কথা, পাল্টা অভব্য আচরণ করেন বলে অভিযোগ। মহিলার আরও দাবি, ঘটনা ঘিরে তাঁকে প্রাণনাশেরও হুমকি দেয় ওই দম্পতি। এদিকে, ওই মহিলার পক্ষে রয়েছে পাল্টা অভিযোগও। ওই নবদম্পতির পক্ষে সায় দিয়েছেন তাঁদেরই বাড়ির কর্তা। বাড়ির মালিক থানায় জানিয়েছেন, ওই মহিলা যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর বাড়ির ভাড়াটেদের বাড়ি ছাড়া করার জন্যও প্রতিবেশী মহিলা এমন অভিযোগ তুলছেন। ঘটনা ঘিরে হাইটেক সিটি বেঙ্গালুরুতে ব্যাপক তোলপাড় চলছে। ঘটনার পরিণতি কোনপথে যায়, সেদিকে তাকিয়ে শহরবাসী।