IPL 2024 KKR mentor Gautam Gambhir not ready to relax as Kolkata Knight Riders likely to cancel holiday and practice

সন্দীপ সরকার, কলকাতা: স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁকে কলকাতা নাইট রাইডার্সে (KKR) সুদিন ফেরানোর দায়িত্ব দিয়েছেন। বাদশাকে হতাশ করতে রাজি নন তিনি। কথা দিয়েছেন, সাফল্যের জন্য সর্বস্ব পণ করে দেবেন।

আর তাই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সানরাইজার্স হায়দরাবাদকে (KKR vs SRH) রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে উঠেও ঢিলেমি দিতে রাজি নন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দোলের ছুটি বাতিল করে দলের প্র্যাক্টিস আয়োজনের চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তিনি।

অধিনায়ক হিসাবে কেকেআরকে জোড়া আইপিএল দিয়েছিলেন গম্ভীর। ২০১২ ও ২০১৪ – তিন বছরের ব্যবধানে দুবার নাইটরা মুকুট জিতেছিল তাঁর নেতৃত্বে। তবে ২০১৪ সালের পর থেকে আর ট্রফি জেতেনি কেকেআর। দেখতে দেখতে কেটে গিয়েছে দশ বছর। আর ট্রফির দেখা মেলেনি। মাঝে ২০২২ সালে ট্রফির কাছাকাছি গিয়েছিল কেকেআর। কিন্তু সেবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল ট্রফি যুদ্ধে।

ভাগ্য ফেরাতে এবার গম্ভীরকে মেন্টর করে এনেছে কেকেআর। লখনউ সুপার জায়ান্টস থেকে ভাঙিয়ে। এবং গম্ভীরকে রাজি করাতে আসরে নেমেছিলেন স্বয়ং শাহরুখ। তাঁর অনুরোধেই রাজি হন গৌতি। কেকেআরে ডাগ আউটে ফের দেখা যাচ্ছে গম্ভীরকে।

তবে মেন্টর গম্ভীর যে কড়া হেডস্যর, সেই ইঙ্গিত ছিলই। দায়িত্ব নিয়েই যিনি সাফ বার্তা দিয়েছিলেন, দলে কোনও সিনিয়র জুনিয়র নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলা বা না খেলার জন্যও কারও গুরুত্ব কম-বেশি হবে না। তাঁর কাছে সকলেই এক। মেন্টরের আস্থা যে দলে আনকোরাদের মধ্যেও বিশ্বাস তৈরি করেছে, তার প্রতিফলন পাওয়া গিয়েছে শনিবার নাইটদের প্রথম ম্যাচে। প্রবল চাপের মুখে বল করে কার্যত হারা ম্যাচ কেকেআরকে জিতিয়েছেন তরুণ হর্ষিত রানা। দুরন্ত ক্যাচ নিয়েছেন সূয়স শর্মা। যাঁর ফিল্ডিং নিয়ে প্রশ্ন ছিল বরাবর। রামনদীপ সিংহ ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নেমে রান করে দিয়েছেন। এবং ক্রিকেটারদের এই প্রত্যয়ের নেপথ্যে কৃতিত্ব দেওয়া হচ্ছে গম্ভীরকে।

শনিবার রাতে ম্যাচ জেতার পর রবিবার ছিল নাইটদের বিশ্রামের দিন। আগে কেকেআর শিবিরের দস্তুর ছিল, ম্যাচ জিতলে টিম হোটেলে ফিরে সেলিব্রেশন। চলত কেক কাটা, খাওয়াদাওয়া, নাইটপার্টি। শাহরুখ খেলা দেখতে এলে তো কথাই নেই। বাড়ত হুল্লোড়।

তবে গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সেই প্রচলন ভেঙে দিয়েছেন। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শনিবার মাঠ থেকে হোটেলে ফিরে কোনও সেলিব্রেশন হয়নি। টিমমালিক শাহরুখ কলকাতায় এলেও, শুধু কথাবার্তাতেই সীমিত থেকেছে সেলিব্রেশন।

সোমবার রংয়ের উৎসব। গোটা রাজ্য, সারা দেশ রঙিন হয়ে উঠবে। তবে শোনা গেল, কেকেআর শিবির দোলের ছুটি বাতিল করছে। সব কিছু ঠিকঠাক চললে সোমবার সন্ধ্যায় ইডেনে প্র্যাক্টিস করবে কেকেআর। নাইট শিবিরের একজন বলছিলেন, ‘গৌতি ভাই কোনওভাবেই ঢিলেমি দিতে রাজি নয়। চন্দু স্যরও (কোচ চন্দ্রকান্ত পণ্ডিত) তাই। শনিবার ম্যাচ জিতেছি আমরা। তবে হেরেও যেতে পারতাম। রবিবার ক্রিকেটারেরা সকলে বিশ্রামে কাটিয়েছে। তবে সোমবার বিকেলে প্র্যাক্টিস হওয়ার কথা রয়েছে।’

একটা জয়ে সন্তুষ্ট নন। গম্ভীরের নজর যে এখনও আরও আরও দূরে… ট্রফি ছোঁয়ার স্বপ্ন দেখছেন মেন্টর।

আরও পড়ুন: Punjab Kings 2024: বিদেশিরাই প্রীতির দলের সেরা অস্ত্র, তবে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখছি না

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন