MI vs GT: হার্দিকের মুম্বই না গিলের গুজরাত, আজ আমদাবাদে কোন দল শেষ হাসি হাসবে?

<p style="text-align: justify;"><strong>আমদাবাদ:</strong> আজ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>ের (Hardik Pandya) নেতৃত্বে খেলতে নামবে মুম্বই শিবির। অন্য়দিকে গুজরাত টাইটান্স শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে খেলতে নামবে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। এবার নিজের পুরনো দলে ফিরে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন তিনি। <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।</p>
<p><strong>কাদের ম্যাচ?</strong></p>
<p>আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CPvsirmU24MDFWgSgwMdevYGGA">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__"><strong>কোথায় খেলা?</strong></div>
</div>
</div>
</div>
<p>ম্য়াচটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot">
<div><strong>কখন শুরু?</strong></div>
</div>
</div>
</div>
<p>ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়। তার ৩০ মিনিট আগে টস আয়োজিত হবে</p>
<p><strong>কোথায় দেখবেন?</strong></p>
<p>ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।</p>
<p><strong>অনলাইন স্ট্রিমিং?</strong></p>
<p>টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।</p>
<p style="text-align: justify;">২০২২ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে পা রেখেছিল গুজরাত শিবির। সেবারই খেতাব জিতে নেয় তারা। এখনও পর্যন্ত ২ বছরে মোট চারবার দুটো দল পরস্পর মুখোমুখি হয়েছে। হার্দিক যখন গুজরাত শিবিরের অধিনায়ক ছিলেন, তখন রোহিতের নেতৃত্বেই খেলেছিল মুম্বই। চারবারের সাক্ষাতে ২ বার হার্দিক জিতেছিলেন, ২ বার রোহিতের দল।&nbsp;</p>