Mohammad Amir | T20 World Cup 2024: বিশ্বযুদ্ধে পাকিস্তানের প্রয়োজন তাঁকে, অবসর ভেঙে ফিরলেন বিতর্কিত স্পিডস্টার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) যা চাইছিল, অবশেষে সেটাই ঘটে গেল। রবিবাসরীয় সন্ধ্য়ায় বিতর্কিত পাক পেসার মহম্মদ আমির (Mohammad Amir) জানিয়ে দিলেন যে, দেশের ডাকেই তিনি অবসর ভেঙে ফিরছেন। এক্স হ্য়ান্ডেলে আমিরের প্রত্য়াবর্তনের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। ২০২০ সালে আমির দেশের জার্সি তুলে রাখলেও, পাকিস্তান সুপার লিগ ও বিদেশি লিগে তিনি খেলেছেন নিয়মিত। প্রাক্তন পাক ম্যানেজমেন্টের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েই দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আমির ফিরছেন আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) কথা ভেবেই।

আরও পড়ুন: RR vs LSG | IPL 2024: জিতেই লিগ শুরু রাজস্থানের, নির্বাচকদের বার্তা দিলেন অধিনায়ক?

২০২০ সালে বাঁ-হাতি স্পিডস্টার আমির শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াঞ্চেস্টারে ছিল সেই টি-২০আই ম্য়াচ। আমির এদিন সমাজমাধ্য়মের পাতায় লেখেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি! জীবন আমাদের এমন এক জায়গায় নিয়ে আসে, যেখানে মাঝেমধ্য়ে আমাদের সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করতে হয়। আমার এবং পিসিবির মধ্যে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা আমাকে সম্মানের সঙ্গে জানিয়েছে যে, আমার প্রয়োজন রয়েছে। এই নিয়ে আমি পরিবার ও শুভানুধ্য়ায়ীদের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে ফাঁকাই রাখছি। দেশের জন্য় আমি খেলতে চাই। দেশ আমার ব্য়ক্তিগত সিদ্ধান্তের আগে। সবুজ জার্সি পরে দেশের সেবা করার আকাঙ্খা ছিল সবচেয়ে বড়। এবং সেটা থাকবেও।’

আমির দেশের জার্সিতে ৩৬টি টেস্ট (১১৯টি উইকেট), ৬১টি একদিনের আন্তর্জাতিক ম্য়াচ (৮১টি উইকেট) ও ৫০টি টি-২০ (৫৯টি উইকেট) খেলে অবসর নিয়েছেন। একসময়ে পাকিস্তানের জার্সিতে বিপক্ষের ত্রাস ছিলেন তিনি। বিরাট কোহলির মতো ব্যাটিং মায়েস্ত্রোও বলেছিলেন যে, আমিরকে খেলা অত্যন্ত কঠিন। পাকিস্তান ক্রিকেট দলের ফিটনেস বাড়ানোর জন্য় পিসিবি শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমদের সেনা প্রশিক্ষণ দেবে। ১০ দিনের শিবির হবে কাকুল অ্যাকাডেমিতে। সেখানেই আমিরকে ডেকে নেওয়া হবে বলে খবর। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ চলবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ হবে ৯ জুন নিউ ইয়র্কে। সব ঠিক থাকলে ফের বিরাট বনাম আমির দ্বৈরথ।

আরও পড়ুন: Harshit Rana | KKR vs SRH | IPL 2024: ইডেনের নায়ক খেলা শেষে ‘ভিলেন’! নিজের দোষেই বিরাট ক্ষতি রানার

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)