Moscow Concert Attack Update: মস্কোর কনসার্টে বন্দুকবাজদের হামলা, ভিডিয়ো শেয়ার করল ISIS, কী বলছে ধৃতরা?

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হানা। একের পর এক গুলি। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। মনে করা হচ্ছে সম্ভবত কোনও বন্দুকবাজ এই ভিডিয়োটি তুলেছিল। আর সেই ভিডিয়ো সোস্য়াল মিডিয়ায় পোস্ট করেছে এমন একটা গ্রুপ যার পেছনে রয়েছে জেহাদি গ্রুপ আইএস। দেড় মিনিটের একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে একেবারে আধুনিক বন্দুক নিয়ে হানা দিয়েছে তারা। হাতে ছুরি রয়েছে। রাশিয়ার রাজধানীর উত্তরপশ্চিমের একটি কনসার্ট হলে এই হামলা হয়। 

হামলা করার সময় দেখা গিয়েছে একের পর এক বন্দুকধারী তাদের বন্দুক থেকে গুলি চালাচ্ছে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর সেই অ্য়াকাউন্টটি সাধারণত পোস্ট করে আমাক নামে একটি গ্রুপ। এই আমাক গ্রুপটি আসলে আইএসের শাখা সংগঠন। সেই সংগঠনের গ্রুপ থেকেই এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যার ওই হামলার পেছনে আইএসের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত ১৩৩জন নিহত হয়েছেন ওই হামলায়। ইউরোপের মাটিতে এই ধরনের হামলা, এত বড় মারণ হামলা খুব কমই হয়েছে। ক্রেমলিন সূত্রে খবর, সব মিলিয়ে ১১জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে চারজন এই হামলার পেছনে কলকাঠি নেড়েছিল বলে খবর। তারা ইউক্রেন থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে। 

তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা এফএসবি কোনও জঙ্গি গোষ্ঠীকে এর পেছনে রয়েছে বলে দাবি করেননি। সেই সঙ্গেও কিভের পক্ষ থেকেও যাবতীয় অভিযোগ সংক্রান্ত দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। 

এদিকে সরকারি মিডিয়া আরটি মিডিয়ার পক্ষে থেকে দুটি ভিডিয়ো সামনে আনা হয়েছে। সেখানে দুজন ধৃত তাদের জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছে। কিন্তু কারা তাদের এই হামলা করতে পাঠিয়েছিল সেটা তারা বলতে চাননি। এদিকে এএফপিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি। 

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, বন্দুকবাজরা চাইছিল যাতে আরও বেশি মানুষকে খুন করা যায় সেই চেষ্টা করছিল তারা। একের পর এক গুলি। একজন জানিয়েছেন, পেছন থেকে ওরা গুলি চালাচ্ছিল। মনে হচ্ছিল যেন বাজি ফাটছে। চারদিক থেকে গুলির আওয়াজ। নাতালিয়া নামে এক মহিলা জানিয়েছেন, পুরো দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কী ভাবে এমন হল বুঝতে পারলাম না। কোনও রকমে মেট্রো স্টেশনে চলে আসি।