Happy Holi wish: ‘অ্যাপেল’-এর CEO টিম কুকের হোলির শুভেচ্ছার পোস্টটি মিস করেননি তো! iPhoneএ তোলা ছবি দিল চমক

হোলির আনন্দে মাতোয়ারা গোটা দেশ। সকাল থেকেই হোলির শুভেচ্ছা জানানোর পালা চলছে। তারই সঙ্গে রঙের উৎসবে মেতে উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। এদিকে, দেশের ভিতরই শুধু নয়, দেশের বাইরে থেকেও দোলের শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে। বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ জানাচ্ছেন দোলের শুভেচ্ছা। তারই মাঝে আলাদা করে নজর কাড়লেন অ্যাপেলের সিইও টিম কুক।

অ্যাপেলের সিইও টিম কুক, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁর হোলির শুভেচ্ছা বার্তা। ‘হ্যাপি হোলি’ দিয়ে শুরু করা সেই শুভেচ্ছাবার্তায় অ্যাপেলের সিইও যে ছবিটি পোস্ট করেছেন, সেটাই কাড়ছে খবরের শিরোনাম। ছবিটি জশুয়া কার্তিক নামের কোনও এক যুবকের। যাঁকে এই ছবিটির জন্য ধন্যবাদ জানিয়েছেন টিম কুক। ছবিটি জশুয়া কার্তিক তুলেছেন তাঁর অ্যাপেল আইফনে। আইফোনে রঙের উৎসবের ছবি ক্যামেরাবন্দি করতে গিয়ে জশুয়া এই ছবিটি তোলেন। ছবিতে এক সানগ্লাস পরা যুবকের মুখ রয়েছে। যিনি উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন। তাঁর চোখে উৎসবের আনন্দের উজ্জ্বলতা ধরা পড়ছে না, কারণ তিনি সানগ্লাস পরিহিত। তবে তারমধ্যেও ঠিকরে বের হচ্ছে উৎসবের উজ্জ্বলতার দিকটি। হোলি উদযাপনের এই ছবি ঘিরে নেটপাড়াতেও বেশ আলোচনা চলছে।

(আরও পড়ুন- উটে চড়ে রঙ খেললেন উপমুখ্যমন্ত্রী! লখনউয়ের রাস্তায় ব্রজেশ পাঠকের হোলি ঘিরে ভিড় )

(আরও পড়ুন- Weight Loss tips with Pudina: ভুঁড়ি কিছুতেই কমছে না? পুদিনাপাতা এভাবে খেয়েই করতে পারেন কেল্লাফতে, রইল ওজন কমানোর টিপস )

উল্লেখ্য, অ্যাপেলের সিইও টিম কুকের পোস্ট করা সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছাবার্তায় লেখা রয়েছে, ‘ যাঁরা উদযাপন করেন তাদের সবাইকে হোলির শুভেচ্ছা! ধন্যবাদ জশুয়া কার্তিককে, এই সুন্দর #ShotOniPhone ফটোটি শেয়ার করার জন্য যা রঙিন উৎসবকে তুলে ধরে।’

উল্লেখ্য, ফটোগ্রাফির দক্ষতার ক্ষেত্রে জশুয়া কার্তিকের নাম অতিপরিচিত। তিনি আইফোনে ছবি তুলতেও বেশ স্বচ্ছন্দ্য বোধ করেন। তাঁর হাতেই উঠেছে এই ছবি। প্রসঙ্গত, ২০২৩ সালে যখন টিম কুক ভারতে এসেছিলেন, তখন জশুয়া কার্তিকের সঙ্গে দেখা করেছিলেন টিম কুক। তখনই দুই ব্যক্তিত্বের মধ্যে কথা হয়েছিল যে কীভাবে জশুয়া ছবি তোলেন, তা নিয়ে। ছবি তোলার ক্ষেত্রে আইফোন ব্যবহার নিয়েও দু’জনের কথা হয়। গত বছর দোলেও ভারতীয় ফটোগ্রাফার গুরসিমরন বসরার তোলা ছবি পোস্ট করেছিলেন টিম। এছাড়াও অপেক্ষা মকরের তোলা ছবি দোলের সময় পোস্ট করেছিলেন অ্যাপেলের সিইও।