IPL 2024 MS Dhoni not to play at Eden Gardens as KKR vs CSK match scheduled at Cheepauk Stadium

কলকাতা: শনিবার প্রথম লিখেছিল এবিপি আনন্দ। জানিয়েছিল, দিন দুয়েকের মধ্যে আইপিএলের (IPL) বাকি অংশের সূচি ঘোষণা করা হবে। সেই সঙ্গে এ-ও লেখা হয়েছিল যে, দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। লোকসভা ভোটের আবহে যে আশঙ্কা করেছিলেন কেউ কেউ। সোমবার সেই খবরে অনুমোদন দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রকাশিত হল আইপিএলের বাকি পর্বের সূচি। ২৬ মে ফাইনাল হচ্ছে চেন্নাইয়ে। ১২ বছর পর চিপক স্টেডিয়ামে হবে আইপিএলের ফাইনাল।

বাংলার ক্রিকেটপ্রেমীদের কৌতূহল ছিল, ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বাকি ম্যাচগুলি কবে পড়ে তা জানার জন্য। সেই সঙ্গে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ও কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের দিনক্ষণ জানতেও অধীর আগ্রহে অপেক্ষা চলছিল। কেন? সিএসকে বনাম কেকেআর ম্যাচ মানেই তো ধোনি-দর্শনের সুযোগ। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা মহেন্দ্র সিংহ ধোনিকে দেখার প্রলোভন। আর আরসিবি ম্যাচ মানে বিরাট কোহলির খেলা দেখার সুযোগ।

যদিও সোমবার প্রকাশিত সূচি দেখে হতাশ হতে হবে বাংলার ক্রিকেটপ্রেমীদের। কারণ, সিএসকে বনাম কেকেআর ম্যাচ কলকাতায় পড়েনি। গত আইপিএলের মতোই ফর্ম্যাট হয়েছে এবারও। আগেরবারের আইপিএলে দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। দুই গ্রুপে ছিল পাঁচটি করে দল। নিয়ম করা হয়েছিল, প্রত্যেকটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দুবার করে মোট আটটি ও অন্য গ্রুপের ৪ দলের সঙ্গে একটি করে মোট ৪টি ম্যাচ খেলবে। অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দুবার ম্যাচ খেলবে, যা নির্ধারিত হবে ড্র মারফত। সব মিলিয়ে গ্রুপ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। এবারও সেই নিয়মই বহাল থাকছে।

এবারও দশ দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিএসকে-র গ্রুপে রয়েছে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। অন্য গ্রুপে রয়েছে কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। কেকেআর দুবার খেলবে আরসিবি-র সঙ্গে। চেন্নাইয়ের সঙ্গে একবারই খেলবে কেকেআর। ৮ এপ্রিলের সেই ম্যাচটি হবে চেন্নাইয়ে। সিএসকে-র ঘরের মাঠে। অর্থাৎ, ধোনি-দর্শন থেকে বঞ্চিতই থাকতে হবে বাংলার ক্রিকেটপ্রেমীদের।

তবে বিরাট কোহলি খেলতে আসছেন। ইডেনে আরসিবি বনাম কেকেআর ম্যাচ রয়েছে ২১ এপ্রিল, রবিবার, দুপুর সাড়ে তিনটেয়। সেই ম্যাচের টিকিট নিয়ে যে হাহাকার পড়ে যাবে, বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: কেকেআর শিবিরে রং বরষে… দোলের দিনও প্র্যাক্টিস নাইটদের, সকালে চলল দোল খেলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন